Dhaka ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শীতে রক্তচাপ নিয়ে সতর্ক থাকা কেন জরুরি জানালেন চিকিৎসক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময়: ০৫:২২:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৭৭ নিউজ ভিউ

শীতকাল আসছে। শীত এলে শুধু ঠান্ডাই লাগে না, শরীরেও কিছু পরিবর্তন দেখা দেয়। অনেকেই বলেন, এই সময় রক্তচাপ বা প্রেশার বেড়ে যায়। কিন্তু আসলেই কি শীতে এমন হয়? আর যদি হয়, তাহলে কেন? এসব প্রশ্নের উত্তর দিয়েছেন চিকিৎসক ডা. রুদ্রজিৎ পাল। চলুন আজকের লেখায় জেনে নিই বিস্তারিত।

শীতে প্রেশার কেন বাড়ে এ বিষয়ে ডা. রুদ্রজিৎ পাল জানাচ্ছেন, শীতের সময় শরীরের কিছু নার্ভ আর হরমোন বেশি সক্রিয় হয়ে পড়ে। এতে রক্তনালিগুলো একটু সংকুচিত হয়ে যায়, ফলে রক্তচাপ বেড়ে যেতে পারে।

যাদের আগেই প্রেশারের সমস্যা আছে বা যাদের বয়স ৬০ বছরের বেশি, তাদের এই সময় বেশি সাবধানে থাকতে হয়।

 

 

প্রেশার বাড়লে কী সমস্যা হয়?

 

 

উচ্চ রক্তচাপকে অনেক সময় ‘নীরব ঘাতক’ বলা হয়। কারণ, এটা আগে থেকে তেমন কোনো লক্ষণ দেয় না, কিন্তু শরীরের ভেতরে বড় ক্ষতি করে। যেমন: হার্ট, কিডনি, চোখ এমনকি ব্রেনেও এর প্রভাব পড়ে। হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিও থাকে।

সচেতন হতে হলে কী করবেন?

নিয়মিত প্রেশার মাপুন: অনেকেই গুরুত্ব দেন না, কিন্তু এটি খুব দরকার। সময়মতো মাপলে সমস্যাটা আগে থেকে ধরা যায়।

ডাক্তারের পরামর্শ নিন: শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই একবার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা ভালো।

লবণ কম খান: বাইরের ঝাল-মসলাদার খাবার বা অতিরিক্ত লবণ দেওয়া খাবার খেলে প্রেশার বেড়ে যেতে পারে।

নিয়মিত ব্যায়াম করুন: প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা, সাইকেল চালানো বা হালকা ব্যায়াম করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

শীত মানেই শুধু কাঁথা-কম্বলের আরামে থাকা নয়। নিজের স্বাস্থ্য, বিশেষ করে রক্তচাপ নিয়ে একটু বাড়তি যত্ন নিতে হয় এই সময়ে। নিয়ম মেনে চললে অনেক বড় সমস্যা থেকেও রক্ষা পাওয়া সম্ভব।

সূত্র : এই সময় অনলাইন

rolex replica watches
replica watches uk
rolex fake watches

Author

ট্যাগ :
জনপ্রিয় খবর
.copy_right_section { display: none; }

শীতে রক্তচাপ নিয়ে সতর্ক থাকা কেন জরুরি জানালেন চিকিৎসক

আপডেটের সময়: ০৫:২২:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

শীতকাল আসছে। শীত এলে শুধু ঠান্ডাই লাগে না, শরীরেও কিছু পরিবর্তন দেখা দেয়। অনেকেই বলেন, এই সময় রক্তচাপ বা প্রেশার বেড়ে যায়। কিন্তু আসলেই কি শীতে এমন হয়? আর যদি হয়, তাহলে কেন? এসব প্রশ্নের উত্তর দিয়েছেন চিকিৎসক ডা. রুদ্রজিৎ পাল। চলুন আজকের লেখায় জেনে নিই বিস্তারিত।

শীতে প্রেশার কেন বাড়ে এ বিষয়ে ডা. রুদ্রজিৎ পাল জানাচ্ছেন, শীতের সময় শরীরের কিছু নার্ভ আর হরমোন বেশি সক্রিয় হয়ে পড়ে। এতে রক্তনালিগুলো একটু সংকুচিত হয়ে যায়, ফলে রক্তচাপ বেড়ে যেতে পারে।

যাদের আগেই প্রেশারের সমস্যা আছে বা যাদের বয়স ৬০ বছরের বেশি, তাদের এই সময় বেশি সাবধানে থাকতে হয়।

 

 

প্রেশার বাড়লে কী সমস্যা হয়?

 

 

উচ্চ রক্তচাপকে অনেক সময় ‘নীরব ঘাতক’ বলা হয়। কারণ, এটা আগে থেকে তেমন কোনো লক্ষণ দেয় না, কিন্তু শরীরের ভেতরে বড় ক্ষতি করে। যেমন: হার্ট, কিডনি, চোখ এমনকি ব্রেনেও এর প্রভাব পড়ে। হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিও থাকে।

সচেতন হতে হলে কী করবেন?

নিয়মিত প্রেশার মাপুন: অনেকেই গুরুত্ব দেন না, কিন্তু এটি খুব দরকার। সময়মতো মাপলে সমস্যাটা আগে থেকে ধরা যায়।

ডাক্তারের পরামর্শ নিন: শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই একবার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা ভালো।

লবণ কম খান: বাইরের ঝাল-মসলাদার খাবার বা অতিরিক্ত লবণ দেওয়া খাবার খেলে প্রেশার বেড়ে যেতে পারে।

নিয়মিত ব্যায়াম করুন: প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা, সাইকেল চালানো বা হালকা ব্যায়াম করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

শীত মানেই শুধু কাঁথা-কম্বলের আরামে থাকা নয়। নিজের স্বাস্থ্য, বিশেষ করে রক্তচাপ নিয়ে একটু বাড়তি যত্ন নিতে হয় এই সময়ে। নিয়ম মেনে চললে অনেক বড় সমস্যা থেকেও রক্ষা পাওয়া সম্ভব।

সূত্র : এই সময় অনলাইন

rolex replica watches
replica watches uk
rolex fake watches

Author