বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে।
দীর্ঘদিন পরে সিলেট জেলার উসমানীনগর উপজেলার এই ইউনিয়নটির বিএনপির কমিটি গঠন করা হলো। বুধবার (২৪ ফেব্রুয়ারী) সদর উপজেলা বিএনপি’র আহবায়ক আহ্বায়ক জরিদ আহমদের স্বাক্ষরিত উছমানপুর ইউনিয়ন বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির নাম ঘোষণা করা হয় ।
এতে উছমানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হিসেবে নির্বাচিত হন সাচ্ছু মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সহ-সভাপতি ইমন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমদ। আংশিক কমিটিকে ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আদেশ দেয়া হয়েছে।













