Dhaka ১০:২০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে পরিছন্নতা ক্যাম্পেইন

  • বাপ্পী দেব
  • আপডেটের সময়: ০৬:৩০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ১৫৩ নিউজ ভিউ

পর্যটনবান্ধব পরিবেশ গড়তে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো পরিষ্কার–পরিচ্ছন্নতা ক্যাম্পেইন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ও আশেপাশের এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। “পর্যটনে তারুণ্যের উৎসব–২০২৫” উপলক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এবং রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার এসোসিয়েশন (RTEA)-এর সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) নুজহাত ইয়াসমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পরিষ্কার–পরিচ্ছন্ন পরিবেশই একটি গন্তব্যকে সত্যিকারের পর্যটনবান্ধব করে তোলে। তরুণদের এমন উদ্যোগ আমাদের টেকসই পর্যটন লক্ষ্যে নতুন গতি আনবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মো. বোরহান উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার এসোসিয়েশন (RTEA)-এর সভাপতি কুমকুম হাবিবা, সহ-সভাপতি তাপস দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাজাহান মিয়া, সদস্য শাম্মি আক্তার, রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন, শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশলী জহিরুল ইসলাম ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

ক্যাম্পেইনে প্রায় অর্ধশত তরুণ স্বেচ্ছাসেবক অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন ইশিকা ইশা, মকবুল হোসেন, তারেকুল ইসলাম, আরিফ বক্স, দ্বীপ চক্রবর্তী, সানোয়ার আলী, সাফরান সাদী, মাফী চৌধুরী, নুরুল আমিন, মোহাম্মদ আলী, নাজিম ও সবুজসহ আরও অনেকে।

স্বেচ্ছাসেবকেরা স্টেশন প্ল্যাটফর্ম, সংলগ্ন সড়ক ও আশেপাশের পর্যটন এলাকাগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি স্থানীয় জনগণের মাঝে পরিবেশ সচেতনতা ও সিংগেল ইউজ প্লাস্টিক পরিহারের বার্তা ছড়িয়ে দেন।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব পর্যটনের ধারণায় উদ্বুদ্ধ করা ও একটি স্থায়ী স্বেচ্ছাসেবী দল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিকেল পাঁচটায় কর্মসূচিটি শেষ হয়। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চালু থাকলে শ্রীমঙ্গল আরও সুন্দর ও পর্যটকবান্ধব শহর হিসেবে গড়ে উঠবে।

Author

ট্যাগ :
জনপ্রিয় খবর
.copy_right_section { display: none; }

শ্রীমঙ্গলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে পরিছন্নতা ক্যাম্পেইন

আপডেটের সময়: ০৬:৩০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

পর্যটনবান্ধব পরিবেশ গড়তে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো পরিষ্কার–পরিচ্ছন্নতা ক্যাম্পেইন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ও আশেপাশের এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। “পর্যটনে তারুণ্যের উৎসব–২০২৫” উপলক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এবং রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার এসোসিয়েশন (RTEA)-এর সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) নুজহাত ইয়াসমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পরিষ্কার–পরিচ্ছন্ন পরিবেশই একটি গন্তব্যকে সত্যিকারের পর্যটনবান্ধব করে তোলে। তরুণদের এমন উদ্যোগ আমাদের টেকসই পর্যটন লক্ষ্যে নতুন গতি আনবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মো. বোরহান উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার এসোসিয়েশন (RTEA)-এর সভাপতি কুমকুম হাবিবা, সহ-সভাপতি তাপস দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাজাহান মিয়া, সদস্য শাম্মি আক্তার, রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন, শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশলী জহিরুল ইসলাম ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

ক্যাম্পেইনে প্রায় অর্ধশত তরুণ স্বেচ্ছাসেবক অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন ইশিকা ইশা, মকবুল হোসেন, তারেকুল ইসলাম, আরিফ বক্স, দ্বীপ চক্রবর্তী, সানোয়ার আলী, সাফরান সাদী, মাফী চৌধুরী, নুরুল আমিন, মোহাম্মদ আলী, নাজিম ও সবুজসহ আরও অনেকে।

স্বেচ্ছাসেবকেরা স্টেশন প্ল্যাটফর্ম, সংলগ্ন সড়ক ও আশেপাশের পর্যটন এলাকাগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি স্থানীয় জনগণের মাঝে পরিবেশ সচেতনতা ও সিংগেল ইউজ প্লাস্টিক পরিহারের বার্তা ছড়িয়ে দেন।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব পর্যটনের ধারণায় উদ্বুদ্ধ করা ও একটি স্থায়ী স্বেচ্ছাসেবী দল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিকেল পাঁচটায় কর্মসূচিটি শেষ হয়। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চালু থাকলে শ্রীমঙ্গল আরও সুন্দর ও পর্যটকবান্ধব শহর হিসেবে গড়ে উঠবে।

Author