বড়লেখার ‘শাহবাজপুর চা বাগান’ কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক মশাহিদ আহমদ।
মামলা সূত্রে জানা যায়, বোবারতল এলাকার জনগণকে চা বাগান’ কর্তৃক বাসস্থান হইতে উচ্ছেদ ও ভূমি দখলের সংবাদ প্রকাশ করায় ‘শাহবাজপুর চা বাগান’ কর্তৃপক্ষ মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের কন্ঠ ও দৈনিক সিলেট বাণী পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি মশাহিদ আহমদ এর বিরুদ্ধে সাইবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ ৩ বছর মামলা শুনানি শেষে আজ ৩ নভেম্বর সোমবার সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক লুৎফুর নাহার মামলা থেকে খালাসের রায় প্রদান করেন। সাংবাদিক মশাহিদ আহমদের পক্ষে আইনী আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মামুনুর রশিদ।
স্কয়ার গ্রুপের লীজকৃত মৌলভীবাজারের বড়লেখার শাহবাজপুর চা বাগান কর্তৃক ২০২৩ সালের ১৫ মার্চ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
















