মূল পরিবর্তন ও নির্দেশনাসমূহ
পরিচয়পত্র ব্যবহার: আবেদন ফরমে অবশ্যই জাতীয় পরিচয়পত্র (NID) অথবা ইংরেজি ভার্সনের অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC) ব্যবহার করতে হবে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পিতা বা মাতার NID নম্বর আবশ্যক।
১৮–২০ বছর হলে NID অথবা BRC। ২০ বছরের ঊর্ধ্বে কেবল NID (বিদেশ থেকে আবেদন করলে BRC গ্রহণযোগ্য)।
আবশ্যিক ঘর পূরণ: আবেদন ফরমের তারকা (*) চিহ্নিত সব ঘর অবশ্যই পূরণ করতে হবে।
ঠিকানা অনুযায়ী আবেদন: আবেদন অবশ্যই সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস বা বিদেশে বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে।
অপ্রাপ্তবয়স্কদের মেয়াদ: ১৮ বছরের নিচে আবেদনকারীদের জন্য ৫ বছর মেয়াদি এবং ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ইস্যু করা হবে।
পেশাজীবীদের সনদ: ডাক্তার, প্রকৌশলী বা ড্রাইভারের মতো পেশাজীবীদের ক্ষেত্রে প্রাসঙ্গিক সনদ অনলাইনে আপলোড করতে হবে।
সরকারি কর্মচারীর দলিল: সরকারি কর্মচারী, শিক্ষক বা অনুরূপ পেশাজীবীদের জন্য GO, NOC, PRL আদেশ বা পেনশন বই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে আপলোডকৃত থাকতে হবে এবং দাখিল করতে হবে।
বিবাহ সংক্রান্ত দলিল: প্রয়োজন অনুযায়ী বিবাহ, নিকাহনামা অথবা তালাকনামা জমা দিতে হবে।
জরুরি আবেদন ও সময়সীমা: জরুরি বা অতিজরুরি আবেদনের ক্ষেত্রে পুলিশের ক্লিয়ারেন্স সনদ জমা দিতে হবে।
পাসপোর্ট পেতে নির্ধারিত সময়সীমা: অতিজরুরি ২ কর্মদিবস, জরুরি ৭ কর্মদিবস এবং রেগুলার ১৫ কর্মদিবস
আবেদনের সময় মূল দলিল: NID, BRC এবং অন্যান্য প্রয়োজনীয় সনদের মূল কপি সঙ্গে রাখা বাধ্যতামূলক।
৬৫+ বয়সীদের জন্য সুবিধা: ৬৫ বছরের বেশি বয়স্কদের জন্য পাসপোর্টের মেয়াদ সংক্রান্ত পূর্বের শর্ত (যা কেবল ৫ বছর মেয়াদি পাসপোর্ট দিত) বাতিল করা হয়েছে।
শিশু ছবি নির্দেশনা: ৬ বছরের নিচের শিশুদের জন্য ধূসর ব্যাকগ্রাউন্ডে ল্যাব প্রিন্ট করা ৩R সাইজের ছবি আবশ্যক।
নতুন এই নির্দেশনার ফলে ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া আরও স্বচ্ছ, গতিশীল এবং সময় সাশ্রয়ী হবে বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।



















