Dhaka ০২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে কবিমঞ্চ পত্রিকা পূজা সংখ্যার ১৯তম বর্ষপূর্তীতে লেখক অ্যাওয়ার্ড প্রদান

মৌলভীবাজারে কবিমঞ্চ পত্রিকা পূজা সংখ্যার ১৯তম বর্ষপূর্তী অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা, মোড়ক উন্মোচন, কবিতা পাঠ এবং বিভিন্ন ক্যাটাগরীতে ১০ গুণীজনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব কবি শিব প্রসন্ন ভট্টাচার্য্য সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদিক ডাঃ ছাদিক আহমদ। সংবর্ধিত অতিথি ছিলেন অ্যাড. সুনীল কুমার দাশ, রসময় সূত্রধর।

এসময় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আব্দুল অদুদ, লেখক গবেষক সৈয়দ কামাল আহমেদ বাবু, কবিমঞ্চের সম্পাদক পুলক কান্তি ধর সহ শহরের সাহিত্য ও সংস্কৃতিঘরনার লোকজন উপস্থিত ছিলেন।

সৃষ্টি ভট্টাচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাট্যজন রুহেল আহমেদ, লেখক মুহিদুর রহমান, নির্বেন্দু নির্ধুত, শিক্ষিকা তাসনিম চৌধুরী বিথী। কবিতা পাঠ করেন, মুক্তা সরকার, শুভ্রা দাস, সুমন দাশগুপ্ত, রিয়ান দাস, সপ্তশ্রী ভট্টাচার্য্য। সংবর্ধিত অতিথি সম্মাননা পাঠ করেন সুপ্ত আচার্য্য ও বন্দনা দাস।

বিভিন্ন ক্যাটাগরীতে অ্যাওয়ার্ড প্রাপ্ত গুণীজনরা হলেন- শিক্ষায় ধীরাজ ভট্টাচার্য্য দুলাল, সংগীতে সাইফুল্লাহ খান, কবিতায় অঞ্জন ভৌমিক, মুজাহিদ আহমদ, মিনারা আজমী, পলাশ দেবনাথ, গোপাল চক্রবর্তী, কমলা কান্ত রাজভর এবং নৃত্যে বন্দনা দাস, প্রাপ্ত দেব প্রীতম।

Author

ট্যাগ :
জনপ্রিয় খবর
.copy_right_section { display: none; }

মৌলভীবাজারে কবিমঞ্চ পত্রিকা পূজা সংখ্যার ১৯তম বর্ষপূর্তীতে লেখক অ্যাওয়ার্ড প্রদান

আপডেটের সময়: ০৫:৪৭:০০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

মৌলভীবাজারে কবিমঞ্চ পত্রিকা পূজা সংখ্যার ১৯তম বর্ষপূর্তী অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা, মোড়ক উন্মোচন, কবিতা পাঠ এবং বিভিন্ন ক্যাটাগরীতে ১০ গুণীজনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব কবি শিব প্রসন্ন ভট্টাচার্য্য সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদিক ডাঃ ছাদিক আহমদ। সংবর্ধিত অতিথি ছিলেন অ্যাড. সুনীল কুমার দাশ, রসময় সূত্রধর।

এসময় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আব্দুল অদুদ, লেখক গবেষক সৈয়দ কামাল আহমেদ বাবু, কবিমঞ্চের সম্পাদক পুলক কান্তি ধর সহ শহরের সাহিত্য ও সংস্কৃতিঘরনার লোকজন উপস্থিত ছিলেন।

সৃষ্টি ভট্টাচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাট্যজন রুহেল আহমেদ, লেখক মুহিদুর রহমান, নির্বেন্দু নির্ধুত, শিক্ষিকা তাসনিম চৌধুরী বিথী। কবিতা পাঠ করেন, মুক্তা সরকার, শুভ্রা দাস, সুমন দাশগুপ্ত, রিয়ান দাস, সপ্তশ্রী ভট্টাচার্য্য। সংবর্ধিত অতিথি সম্মাননা পাঠ করেন সুপ্ত আচার্য্য ও বন্দনা দাস।

বিভিন্ন ক্যাটাগরীতে অ্যাওয়ার্ড প্রাপ্ত গুণীজনরা হলেন- শিক্ষায় ধীরাজ ভট্টাচার্য্য দুলাল, সংগীতে সাইফুল্লাহ খান, কবিতায় অঞ্জন ভৌমিক, মুজাহিদ আহমদ, মিনারা আজমী, পলাশ দেবনাথ, গোপাল চক্রবর্তী, কমলা কান্ত রাজভর এবং নৃত্যে বন্দনা দাস, প্রাপ্ত দেব প্রীতম।

Author