সাপ্তাহিক দেশের চিত্র পত্রিকার সম্পাদক ও অনুসন্ধানী সাংবাদিক মুহাম্মদ জাকির হোসাইন লাভলুর মৌলভীবাজারস্থ পারিবারিক বাড়িতে গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) গভীর রাতে সংঘটিত সশস্ত্র হামলাটি মুক্ত সাংবাদিকতার ওপর এক নৃশংস আঘাত হিসেবে দেখা হচ্ছে।
স্থানীয় একটি রাজনৈতিক দলের কর্মী পরিচয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল সন্ত্রাসী অতর্কিতে সাংবাদিক জাকিরের বাড়িতে হামলা চালায়। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা ও প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। হামলাকারীরা জাকির হোসাইনকে ভবিষ্যতে সংবাদ প্রকাশ না করার হুমকি দিয়ে হত্যারও ভয় দেখায়।
দীর্ঘদিন ধরে দুর্নীতি, চাঁদাবাজি ও জঙ্গিবাদের বিরুদ্ধে নির্ভীকভাবে প্রতিবেদন প্রকাশ করে আসছিলেন সাংবাদিক জাকির হোসাইন লাভলু। তাঁর এই সাহসী সাংবাদিকতাই একাধিকবার তাঁকে ও তাঁর পরিবারকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
এর আগে, ২০২৩ সালের জানুয়ারিতে তাঁকে অপহরণ করে নির্যাতন করা হয়। ২০২৪ সালের আগস্ট মাসে তাঁর বাড়িতে অগ্নিসংযোগ ও বাবা-মাকে মারধরের ঘটনাও ঘটে। তবুও প্রভাবশালী হামলাকারীদের ভয়ে পরিবারটি এখন পর্যন্ত কোনো মামলা করতে পারেনি।
বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত জাকির হোসাইন লাভলু গণমাধ্যমকে জানান, দেশে ফিরলে তাঁর প্রাণনাশের আশঙ্কা প্রবল। তিনি প্রশাসনের কাছে তাঁর পরিবারের নিরাপত্তা এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
সাংবাদিক সমাজ ও স্থানীয় সচেতন মহল এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি কেবল একজন ব্যক্তির ওপর নয়, বরং পুরো স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।















