Dhaka ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে ভুল চিকিৎসায় দুই শিশুর মৃত্যুর অভিযোগ

ঢাকা প্রতিনিধি : ঢাকার সাভারে একইদিনে দুটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মঙ্গলবার সাভার থানা স্ট‍্যান্ড এলাকার ক্রাউন হাসপাতাল ও স্পেশালাইজড হাসপাতালে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার দুপুরে সাহারা আমিন নামে এক শিশুকে সাভারের থানা বাসস্ট্যান্ড আনন্দপুর এলাকার ক্রাউন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। আজ শিশুটিকে অ্যানেস্থেশিয়া দেন এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ইরফান। এরপর অপারেশন করেন একই হাসপাতালের নাক-কান-গলার চিকিৎসক খন্দকার আবুল বাশার। অপারেশনের এক ঘণ্টা পরেই মারা যায় সাহারা। পরে তাকে দ্রুত এনাম মেডিক্যালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, একইদিন দুপুরে সাভারের থানা বাসস্ট্যান্ডে মডার্ন প্লাজার ওপর অবস্থিত সাভার স্পেশালাইজড হাসপাতালে টনসিল অপারেশনের সময় মারা যায় মানিকগঞ্জের ১৩ বছরের শিশু রাতুল। পুলিশ জানিয়েছে, চিকিৎসার সময় ‘ভুল অপারেশনের কারণে’ তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

অভিযুক্ত দুই চিকিৎসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন কেটে দেন এবং পরে বন্ধ করে রাখেন।

এ ব‍্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান বলেন, ‘এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, ‘দুই হাসপাতালে শিশুর মৃত্যুর বিষয়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব‍্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Author

ট্যাগ :
জনপ্রিয় খবর

বড়লেখায় বিদ্যালয়ের গেট থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

.copy_right_section { display: none; }

সাভারে ভুল চিকিৎসায় দুই শিশুর মৃত্যুর অভিযোগ

আপডেটের সময়: ০৩:২২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

ঢাকা প্রতিনিধি : ঢাকার সাভারে একইদিনে দুটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মঙ্গলবার সাভার থানা স্ট‍্যান্ড এলাকার ক্রাউন হাসপাতাল ও স্পেশালাইজড হাসপাতালে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার দুপুরে সাহারা আমিন নামে এক শিশুকে সাভারের থানা বাসস্ট্যান্ড আনন্দপুর এলাকার ক্রাউন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। আজ শিশুটিকে অ্যানেস্থেশিয়া দেন এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ইরফান। এরপর অপারেশন করেন একই হাসপাতালের নাক-কান-গলার চিকিৎসক খন্দকার আবুল বাশার। অপারেশনের এক ঘণ্টা পরেই মারা যায় সাহারা। পরে তাকে দ্রুত এনাম মেডিক্যালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, একইদিন দুপুরে সাভারের থানা বাসস্ট্যান্ডে মডার্ন প্লাজার ওপর অবস্থিত সাভার স্পেশালাইজড হাসপাতালে টনসিল অপারেশনের সময় মারা যায় মানিকগঞ্জের ১৩ বছরের শিশু রাতুল। পুলিশ জানিয়েছে, চিকিৎসার সময় ‘ভুল অপারেশনের কারণে’ তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

অভিযুক্ত দুই চিকিৎসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন কেটে দেন এবং পরে বন্ধ করে রাখেন।

এ ব‍্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান বলেন, ‘এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, ‘দুই হাসপাতালে শিশুর মৃত্যুর বিষয়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব‍্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Author