Dhaka ১০:২০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

  • বাপ্পী দেব
  • আপডেটের সময়: ০৫:৫১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১০২ নিউজ ভিউ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে। এ ঘটনায় আব্দুল কাইয়ুম (২০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে বিদেশি সিগারেট,অলিভওয়েল,সফটক্রেম,পাঁচ বস্তা জিরা ও বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে তথ্য ছিল—একটি চক্র গোপনে কুরিয়ার সার্ভিস ব্যবহার করে ভারতীয় পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে মৌলভীবাজার সড়কের এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান চালানো হয়। এসময় কুরিয়ার প্যাকেটের ভেতর লুকানো এসব পণ্য উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা কার্টন ও চালানের নথি যাচাই করে পণ্যের প্রেরক ও প্রাপকের তথ্য সংগ্রহ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া কাইয়ুম মিয়াকে জিজ্ঞাসাবাদে চোরাকারবারি চক্রের আরও কয়েকজন সদস্যের পরিচয় পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ বলছে, উদ্ধার করা পণ্যের মূল্য প্রায় ১১ লাখ টাকা। এসব পণ্য আদালতের নির্দেশে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসি আমিনুল ইসলাম বলেন, “এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Author

ট্যাগ :
জনপ্রিয় খবর
.copy_right_section { display: none; }

শ্রীমঙ্গলে অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

আপডেটের সময়: ০৫:৫১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে। এ ঘটনায় আব্দুল কাইয়ুম (২০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে বিদেশি সিগারেট,অলিভওয়েল,সফটক্রেম,পাঁচ বস্তা জিরা ও বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে তথ্য ছিল—একটি চক্র গোপনে কুরিয়ার সার্ভিস ব্যবহার করে ভারতীয় পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে মৌলভীবাজার সড়কের এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান চালানো হয়। এসময় কুরিয়ার প্যাকেটের ভেতর লুকানো এসব পণ্য উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা কার্টন ও চালানের নথি যাচাই করে পণ্যের প্রেরক ও প্রাপকের তথ্য সংগ্রহ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া কাইয়ুম মিয়াকে জিজ্ঞাসাবাদে চোরাকারবারি চক্রের আরও কয়েকজন সদস্যের পরিচয় পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ বলছে, উদ্ধার করা পণ্যের মূল্য প্রায় ১১ লাখ টাকা। এসব পণ্য আদালতের নির্দেশে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসি আমিনুল ইসলাম বলেন, “এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Author