মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দূর্ঘটনা প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সাতগাঁও হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম,বিশেষ অতিথি ছিলেন – হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন সার্কেলের সহকারী পুলিশ সুপার শুভ রঞ্জন চাকমা,শ্রীমঙ্গল থানার ওসি মো.আমিনুল ইসলাম,দৈনিক আমার দেশ এর জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী।
এতে আরও বক্তব্য দেন- বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান চৌধুরী ফারুক, সেক্রেটারি আবু নাসের শাহীন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম, মাহিন হাসান,দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. জামাল মিয়া,শ্রীমঙ্গল উপজেলা অটোরিকশা সিএনজি শ্রমিক ইউনিয়ন সেক্রেটারি মো. সালাউদ্দিন, ৭ নং ভাদেশ্বর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, দৈনিক আমার দেশ এর শ্রীমঙ্গল প্রতিনিধি কাজী গোলাম কিবরিয়া, কালের কন্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি আল আমিন,দৈনিক ভোরের দর্পণ শ্রীমঙ্গল প্রতিনিধি শাহজাহান আহমেদ, সংবাদ সারাবেলার ইমরান আহমেদ, দৈনিক রুপালী বাংলাদেশ প্রতিনিধি কাওসার আহমেদ পরিবহন শ্রমিক নেতা সালাউদ্দিন তুর্কি ও শ্রমিক নেতা আকবর হোসেন, শ্রমিক নেতা নুরুল ইসলাম, বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতা বুলবুল আহমেদ ও হবিগঞ্জ, বাহুবল মিরপুরের স্থানীয় নেতৃবৃন্দ সহ প্রমূখ।
বাপ্পী দেব 















