মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে ভোর সকালে কোনো একসময় দায়িত্ব পালন অবস্থায় বা ডিউটি শেষে বাড়ি ফেরার পথে একটি অজ্ঞাত গাড়িচাপায় মো. সিরাজ মিয়া(৬৫) (সিপিজি সদস্য) নিহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) ভোর সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সিরাজ মিয়া শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়া সিপিজি (কমিউনিটি প্যাট্রোল গ্রুপ) সদস্য ছিলেন। তিনি ডলুছড়া এলাকার বাসিন্দা এবং সিএমসি অফিস বয় বাবুল মিয়ার পিতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সকালের কোনো একসময় দায়িত্ব পালন অবস্থায় বা ডিউটি শেষে বাড়ি ফেরার পথে একটি অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
বাপ্পী দেব 















