Dhaka ০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে নিত্যানন্দ ভাগবত সংঘের সপ্তাহব্যাপি ভাগবতীয় আলোচনা সভার সমাপ্তি

মৌলভীবাজারে সনাতনী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে নিত্যানন্দ ভাগবত সংঘের ১২-১৮ সেপ্টেম্বর সপ্তাহব্যাপি ভাগবতীয় আলোচনা সভার সমাপ্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মৌলভীবাজার পৌর শহরের ফরেস্ট অফিস রোডস্থ নিত্যানন্দ ভাগবত সংঘের সভাপতি বিমল দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডেন্টাল সার্জন ডাঃ অঞ্জন ভৌমিক।

বিশেষ অতিথি ছিলেন মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক হিন্দু কল্যাণ ট্যাস্টের সুভাষ সরকার, এডভোকেট মনতোষ দাশ, ফরেস্টার চাম্পা লাল বৈদ্য, শীলা তালুকদার, সাংবাদিক রিপন কান্তি ধর, সুধাংশু বৈদ্য, বকুল দেব।

এসময় ডাঃ অঞ্জন ভৌমিক ও সুভাষ সরকারকে নিত্যানন্দ ভাগবত সংঘের কর্ণধার বিমল দেবনাথ ফুল দিয়ে উত্তরীয় পড়িয়ে বরণ করে নেন এবং গীতা পাঠকদের হাতে স্মারকলিপি তুলে দেন অতিথিরা।

সপ্তাহ ব্যাপি গীতার মাহাত্ম্য আলোচনার ধারাবাহিকতায় গীতার আলোকে কৃষ্ণ কথায় সুন্দরভাবে তুলে ধরেন গীতা পাঠক নিতাই দাস, প্রভাষক সুশান্ত দেবনাথ।

পদাবলী কির্তনীয়া ধর্মিয় অনুষদ জাগতিক জগতের স্পষ্ট বাঁশি গীতা পাঠক বিস্বজিত দেব বক্তব্যে বলেন, মানব কল্যাণে খারাপগুলো ছেড়ে দিয়ে ভালোটা গ্রহণ করতে হবে।

দীর্ঘ ৩৫ বছর ধরে গীতার আলোকে ধর্মিয় সকল আয়োজনে শ্রীমদ্ভাগবত গীতার মূল অংশবিশেষ তুলে ধরেন রবিলাল বর্ধন, বিধান ধর সহ বিশিষ্ট জ্ঞানীগুণীরা আলোচকরা।

নিত্যানন্দ ভাগবতের প্রতিষ্ঠাতা পরিচালক বিমল দেবনাথ সকল ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভাপতির বক্তব্যে বলেন, সপ্তাহব্যাপি হরি কথায় সনাতনী ভক্তরা উপস্থিত হয়ে আমার শ্রীবাস আঙ্গিনা পরিপূর্ণতায় রুপে পরিনত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সমাপনী ভজন কির্তনে সুকলা দেবনাথ, অনু মল্লিক, মিথীলা দেবনাথ, জয়া দেব, গীতা দেব, হ্যাপি দাস, গীতা রানী ধর সহ ভক্তরা অংশগ্রহণ করেন। রাত ১১টায় গান কির্তন এবং নিত্যানন্দ ভাগবতীয় সংঘের আয়োজনের জয়ধ্বনি, উলুধ্বনির মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ভাগবতীয় আলোচনা সভার পরিসমাপ্তি হয়।

উল্লেখ্য, সপ্তাহব্যাপি ভাগবতীয় আলোচনা সভা ১২ সেপ্টেম্বর মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ভাগবতীয় পার্ষদের অনুধারক যুগোপযোগী ভাগবতীয় আলোচক শ্রীযুক্ত নিরঞ্জন গোস্বামী আচমনের মধ্য দিয়ে স্ত্রতি স্তম্ভের যাত্রার শুভ সুচনা করেন।

প্রথমার্ধে নিত্যানন্দ দেব বাবুলের সুচনার প্রথম অংশে গীতার প্রথম অধ্যায় থেকে শুরু ভাগবতীয় আলোচনা করেন। স্ততিমধুর ভক্তদের মাঝে ধর্মীয় জ্ঞানভাণ্ডর, বিপদগ্রস্থ মানুষকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য সঠিক ধর্মচর্চা করার জন্য বিভিন্ন পুরান থেকে বৈষ্ণব পদাবলী, কমলা কাঞ্চন, শ্রীবাসের আলোকে বিজয় কৃষ্ণ দেবনাথ সাতদিন ব্যাপি আলোচনা করেন। দ্বীতিয়ার্ধে সপ্তাহব্যাপি ভাগবতীয় আলোচনায় পুরানের কথা, ভাগবত শ্রবন, বিভিন্ন ধর্মিয় গ্রন্থের আলোকে প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান চলমান থাকে। প্রতিদিন সুস্বাদু প্রসাদের ব্যবস্থা ছিল ভক্তরা তা আনন্দচিত্তে গ্রহণ করেন।

Author

ট্যাগ :
জনপ্রিয় খবর
.copy_right_section { display: none; }

মৌলভীবাজারে নিত্যানন্দ ভাগবত সংঘের সপ্তাহব্যাপি ভাগবতীয় আলোচনা সভার সমাপ্তি

আপডেটের সময়: ০৩:৫৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

মৌলভীবাজারে সনাতনী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে নিত্যানন্দ ভাগবত সংঘের ১২-১৮ সেপ্টেম্বর সপ্তাহব্যাপি ভাগবতীয় আলোচনা সভার সমাপ্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মৌলভীবাজার পৌর শহরের ফরেস্ট অফিস রোডস্থ নিত্যানন্দ ভাগবত সংঘের সভাপতি বিমল দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডেন্টাল সার্জন ডাঃ অঞ্জন ভৌমিক।

বিশেষ অতিথি ছিলেন মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক হিন্দু কল্যাণ ট্যাস্টের সুভাষ সরকার, এডভোকেট মনতোষ দাশ, ফরেস্টার চাম্পা লাল বৈদ্য, শীলা তালুকদার, সাংবাদিক রিপন কান্তি ধর, সুধাংশু বৈদ্য, বকুল দেব।

এসময় ডাঃ অঞ্জন ভৌমিক ও সুভাষ সরকারকে নিত্যানন্দ ভাগবত সংঘের কর্ণধার বিমল দেবনাথ ফুল দিয়ে উত্তরীয় পড়িয়ে বরণ করে নেন এবং গীতা পাঠকদের হাতে স্মারকলিপি তুলে দেন অতিথিরা।

সপ্তাহ ব্যাপি গীতার মাহাত্ম্য আলোচনার ধারাবাহিকতায় গীতার আলোকে কৃষ্ণ কথায় সুন্দরভাবে তুলে ধরেন গীতা পাঠক নিতাই দাস, প্রভাষক সুশান্ত দেবনাথ।

পদাবলী কির্তনীয়া ধর্মিয় অনুষদ জাগতিক জগতের স্পষ্ট বাঁশি গীতা পাঠক বিস্বজিত দেব বক্তব্যে বলেন, মানব কল্যাণে খারাপগুলো ছেড়ে দিয়ে ভালোটা গ্রহণ করতে হবে।

দীর্ঘ ৩৫ বছর ধরে গীতার আলোকে ধর্মিয় সকল আয়োজনে শ্রীমদ্ভাগবত গীতার মূল অংশবিশেষ তুলে ধরেন রবিলাল বর্ধন, বিধান ধর সহ বিশিষ্ট জ্ঞানীগুণীরা আলোচকরা।

নিত্যানন্দ ভাগবতের প্রতিষ্ঠাতা পরিচালক বিমল দেবনাথ সকল ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভাপতির বক্তব্যে বলেন, সপ্তাহব্যাপি হরি কথায় সনাতনী ভক্তরা উপস্থিত হয়ে আমার শ্রীবাস আঙ্গিনা পরিপূর্ণতায় রুপে পরিনত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সমাপনী ভজন কির্তনে সুকলা দেবনাথ, অনু মল্লিক, মিথীলা দেবনাথ, জয়া দেব, গীতা দেব, হ্যাপি দাস, গীতা রানী ধর সহ ভক্তরা অংশগ্রহণ করেন। রাত ১১টায় গান কির্তন এবং নিত্যানন্দ ভাগবতীয় সংঘের আয়োজনের জয়ধ্বনি, উলুধ্বনির মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ভাগবতীয় আলোচনা সভার পরিসমাপ্তি হয়।

উল্লেখ্য, সপ্তাহব্যাপি ভাগবতীয় আলোচনা সভা ১২ সেপ্টেম্বর মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ভাগবতীয় পার্ষদের অনুধারক যুগোপযোগী ভাগবতীয় আলোচক শ্রীযুক্ত নিরঞ্জন গোস্বামী আচমনের মধ্য দিয়ে স্ত্রতি স্তম্ভের যাত্রার শুভ সুচনা করেন।

প্রথমার্ধে নিত্যানন্দ দেব বাবুলের সুচনার প্রথম অংশে গীতার প্রথম অধ্যায় থেকে শুরু ভাগবতীয় আলোচনা করেন। স্ততিমধুর ভক্তদের মাঝে ধর্মীয় জ্ঞানভাণ্ডর, বিপদগ্রস্থ মানুষকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য সঠিক ধর্মচর্চা করার জন্য বিভিন্ন পুরান থেকে বৈষ্ণব পদাবলী, কমলা কাঞ্চন, শ্রীবাসের আলোকে বিজয় কৃষ্ণ দেবনাথ সাতদিন ব্যাপি আলোচনা করেন। দ্বীতিয়ার্ধে সপ্তাহব্যাপি ভাগবতীয় আলোচনায় পুরানের কথা, ভাগবত শ্রবন, বিভিন্ন ধর্মিয় গ্রন্থের আলোকে প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান চলমান থাকে। প্রতিদিন সুস্বাদু প্রসাদের ব্যবস্থা ছিল ভক্তরা তা আনন্দচিত্তে গ্রহণ করেন।

Author