কক্সবাজার সদর থানার একাধিক মামলার এজাহারনামীয় আসামী ও কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক রাজিবুল ইসলাম মোস্তাককে (২৯) গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ।
গতকাল ঐ আসামীকে শেরপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন- শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস।
সূত্রে জানা যায়, রাজিবুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, নাশকতা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো- এফআইআর নং-১৯ (২০ আগস্ট ২০২৪): বিস্ফোরক দ্রব্য ও দণ্ডবিধির বিভিন্ন ধারা। এফআইআর নং-৩০ (১০ অক্টোবর ২০২৪): নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং হত্যাচেষ্টা মামলা। এফআইআর নং-৪৯ (২১ মার্চ ২০২৫): আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনসহ একাধিক ধারা।
সর্বশেষ এফআইআর নং-৫০ (৩১ জানুয়ারি ২০২৫) মামলার সূত্রে পুলিশ জানতে পারে আসামি মৌলভীবাজার এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে শেরপুর ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাস অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
পরে তাকে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।