বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে ধ্বংস করার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার নানা ষড়যন্ত্র করেও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি।
তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে কারাগারে পাঠিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ধানের শীষ মানুষের অন্তরের প্রতীক, এ প্রতীকের প্রতি সাধারণ মানুষের ভালোবাসাই বিএনপিকে টিকিয়ে রেখেছে।
বুধবার দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের দিরাই উপজেলার বাগানবাড়ি কমিউনিটি সেন্টার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়।
এসময় বিচারপতি রুমি আরও বলেন, “বিগত সময়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে, নির্যাতন চালানো হয়েছে। তবুও বিএনপি রাজপথে গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে গেছে। গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে।”
শোভাযাত্রায় দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমির আলী, ম্যানচেস্টার বিএনপির সাধারণ সম্পাদক লিটন চৌধুরীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।