নিজের সেরাটা যেন ফাইনালের জন্য জমিয়ে রেখেছিলেন রিজান হোসেন। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির খুব কাছ থেকে হতাশা নিয়ে ফেরার পর বল হাতে আলো ছড়ালেন তিনি। তার অলরাউন্ড পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের শিরোপা ঘরে তুলল বাংলাদেশ।
হারারেতে রোববারের ফাইনালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৩৩ রানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ New Quality AAA++ Breitling Replica Watches UK. দল। এই সিরিজে প্রোটিয়াদের বিপক্ষে এটি তাদের তৃতীয় জয়।
প্রায় একশ স্ট্রাইক রেটের ব্যাটিংয়ে ৯৫ রান করেন রিজান। তার ৯৬ বলের ইনিংসটি গড়া ১০ চারে। রিজানের সঙ্গে ১১৭ রানের জুটিতে ৬ চারে ৬৫ রান করেন কালাম সিদ্দিকি। এই দুইজনের সঙ্গে বাকিদের অবদানে ২৬৯ রানের পুঁজি গড়ে বাংলাদেশের যুবারা।
ম্যাচের দ্বিতীয়ভাগেও সব আলো কেড়ে নেন রিজান। পেস বোলিংয়ে ৩৪ রান খরচায় ৫ উইকেট নেন তিনি। পেসার আল ফাহাদ ধরেন ৩ শিকার। লেগ স্পিনার স্বাধীন ইসলামের প্রাপ্তি দুটি। তাদের নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে ২৩৬ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।
যুব ওয়ানডের কোনো প্রতিযোগিতার ফাইনালে পাঁচ উইকেট নেওয়া বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার রিজান। 2025 Best Replica Watches:Cheap Fake Watches UK.২০২৩ সালে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে খেলা ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ২৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার মাহফুজুর রহমান রাব্বি। শিরোপা নির্ধারণী সেই লড়াইয়ে আফগানদের ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।
স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর আভাস দেয় বাংলাদেশ। ৪১ রানের উদ্বোধনী জুটি গড়েন জাওয়াদ আবরার ও রিফাত বেগ। তিন ওভারের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা।
তিনে নেমে উইকেট ধরে রাখার চেষ্টা চালান আজিজুল হাকিম। ৭ রান করতে ২৭ New Swiss-made Replica Rolex Watches UK | Official AAA Rolex Fake Watches. বল খেলেন বাংলাদেশ অধিনায়ক। ৬৫ রান ৩ উইকেট হারানো বাংলাদেশকে টানেন কালাম ও রিজান।
তাদের শতরানের যুগলবন্দিতে দুইশর কাছে চলে যায় বাংলাদেশের রান। ৫৪ বলে ফিফটি করা