Dhaka ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেটের সময়: ০৫:১৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৭৯ নিউজ ভিউ

আবুধাবির মরুভূমিতে শেষ পর্যন্ত মর্যাদা রক্ষা করতেও পারল না বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটে-বলে সম্পূর্ণ ব্যর্থতায় ২০০ রানের ব্যবধানে পরাজিত হয়ে হোয়াইটওয়াশের লজ্জা বরণ করল লাল-সবুজরা।

২৯৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৭.১ ওভার টিকতে পেরেছে বাংলাদেশ। ব্যাট হাতে লজ্জাজনকভাবে দল থেমেছে ৯৩ রানে। আগের ম্যাচে কোনোমতে ১০৯ রান তুলেছিল টাইগাররা—এবার সেটিও পারল না।

এক সাইফ হাসান ছাড়া বাকিদের ব্যাট ছিল নিস্তব্ধ। দলের একমাত্র উজ্জ্বল দিক তিনি। ওপেনিংয়ে নেমে ৫৪ বলে ৪৩ রান করেন সাইফ, যেখানে ছিল ৩ ছক্কা ও ২ চার। কিন্তু তার সঙ্গী বা পরের ব্যাটাররা কেউই দাঁড়াতে পারেননি রশিদ খান ও তরুণ পেসার বিলাল সামির তোপের মুখে।

মোহাম্মদ নাঈম (৭), নাজমুল হোসেন শান্ত (৩), তাওহীদ হৃদয় (৭), মিরাজ (৬), শামীম (০), সোহান (৪)—একজনও দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। টপ অর্ডারের ধসের পর টেলএন্ডাররা কোনোভাবে স্কোরটাকে ৯৩ রানে নিয়ে গেছেন, সেটিই ছিল সর্বোচ্চ সান্ত্বনা।

replica watches
cheap replica watches
rolex replica

Author

ট্যাগ :
জনপ্রিয় খবর
.copy_right_section { display: none; }

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

আপডেটের সময়: ০৫:১৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

আবুধাবির মরুভূমিতে শেষ পর্যন্ত মর্যাদা রক্ষা করতেও পারল না বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটে-বলে সম্পূর্ণ ব্যর্থতায় ২০০ রানের ব্যবধানে পরাজিত হয়ে হোয়াইটওয়াশের লজ্জা বরণ করল লাল-সবুজরা।

২৯৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৭.১ ওভার টিকতে পেরেছে বাংলাদেশ। ব্যাট হাতে লজ্জাজনকভাবে দল থেমেছে ৯৩ রানে। আগের ম্যাচে কোনোমতে ১০৯ রান তুলেছিল টাইগাররা—এবার সেটিও পারল না।

এক সাইফ হাসান ছাড়া বাকিদের ব্যাট ছিল নিস্তব্ধ। দলের একমাত্র উজ্জ্বল দিক তিনি। ওপেনিংয়ে নেমে ৫৪ বলে ৪৩ রান করেন সাইফ, যেখানে ছিল ৩ ছক্কা ও ২ চার। কিন্তু তার সঙ্গী বা পরের ব্যাটাররা কেউই দাঁড়াতে পারেননি রশিদ খান ও তরুণ পেসার বিলাল সামির তোপের মুখে।

মোহাম্মদ নাঈম (৭), নাজমুল হোসেন শান্ত (৩), তাওহীদ হৃদয় (৭), মিরাজ (৬), শামীম (০), সোহান (৪)—একজনও দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। টপ অর্ডারের ধসের পর টেলএন্ডাররা কোনোভাবে স্কোরটাকে ৯৩ রানে নিয়ে গেছেন, সেটিই ছিল সর্বোচ্চ সান্ত্বনা।

replica watches
cheap replica watches
rolex replica

Author