Dhaka ১২:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

স্ট্যাটাস দিই আর গালি শুনি, অনেকে ভয়ও দেখায়: জয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময়: ০৪:৩৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৮ নিউজ ভিউ

অভিনেতা ও আলোচিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সামাজিকমাধ্যমে বিভিন্ন ইস্যুতে প্রায় প্রতিনিয়ত কথা বলতে দেখা যায় তাকে।

সেগুলো নিয়ে সমালোচনা হলেও তা তিনি কর্ণপাত করেন না।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস Perfect Watches UK: Swiss Replica Watches Store: paneraipassion.biz. দিয়েছেন এই অভিনেতা।

এ নিয়েও চলছে সমালোচনা।

শাহরিয়ার নাজিম জয় লেখেন, ‘যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম, স্ট্যাটাস দিতাম না।

আশপাশে এমন অনেক আছে। অথচ আমি স্ট্যাটাস দিই আর গালি শুনি।

অনেকে ভয়ও দেখায়। যারা চুপ তাদের অপরাধ কেউ মনেও করে না, তাদের কেউ গালিও দেয় না। ’

জয়ের ভাবনার সঙ্গে সহমত পোষণ করে অনেকে মন্তব্য করেছেন। 24h Replica Watches UK Shop – Cheap Swiss Movements Fake Watches: watches24.co.uk. আবার অনেকে জয়কে আক্রমণ করেও ‘নোংরা’ ভাষায় মন্তব্য করেছেন। কেউ কেউ পাল্টা যুক্তি কিংবা পরামর্শ দিয়েছেন।

একজন প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন, ‘আচ্ছা ভাইয়া, আপনাকে মানুষ কেন গালি দেয়?’ নোমান খান নামের একজন লেখেন, ‘সত্যের পক্ষে থাকুন মানুষ ভালোবাসবেই। তবে আওয়ামী লীগ থেকে দূরে থাকুন। ’

আব্দুল্লাহ নামে একজন পরামর্শ দিয়ে লেখেন, ‘এত কথা আর খাতিরের দরকার কী,  SWISS CHEAP REPLICA WATCHES UK OUTLET – Best Sale Cheap Replica Watches: replicaoutletuk.me.চুপ থাকেন কয়দিন, দিন ফিরবে ইনশাআল্লাহ। ’ আরেকজন লেখেন, ‘ঠিক বলেছেন ভাই। আপনার মতো সৎসাহস সাবার নেই। ’ এমন অনেক মন্তব্য এখন জয়ের কমেন্ট বক্সে।

Author

ট্যাগ :
জনপ্রিয় খবর

বড়লেখায় বিদ্যালয়ের গেট থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

.copy_right_section { display: none; }

স্ট্যাটাস দিই আর গালি শুনি, অনেকে ভয়ও দেখায়: জয়

আপডেটের সময়: ০৪:৩৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

অভিনেতা ও আলোচিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সামাজিকমাধ্যমে বিভিন্ন ইস্যুতে প্রায় প্রতিনিয়ত কথা বলতে দেখা যায় তাকে।

সেগুলো নিয়ে সমালোচনা হলেও তা তিনি কর্ণপাত করেন না।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস Perfect Watches UK: Swiss Replica Watches Store: paneraipassion.biz. দিয়েছেন এই অভিনেতা।

এ নিয়েও চলছে সমালোচনা।

শাহরিয়ার নাজিম জয় লেখেন, ‘যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম, স্ট্যাটাস দিতাম না।

আশপাশে এমন অনেক আছে। অথচ আমি স্ট্যাটাস দিই আর গালি শুনি।

অনেকে ভয়ও দেখায়। যারা চুপ তাদের অপরাধ কেউ মনেও করে না, তাদের কেউ গালিও দেয় না। ’

জয়ের ভাবনার সঙ্গে সহমত পোষণ করে অনেকে মন্তব্য করেছেন। 24h Replica Watches UK Shop – Cheap Swiss Movements Fake Watches: watches24.co.uk. আবার অনেকে জয়কে আক্রমণ করেও ‘নোংরা’ ভাষায় মন্তব্য করেছেন। কেউ কেউ পাল্টা যুক্তি কিংবা পরামর্শ দিয়েছেন।

একজন প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন, ‘আচ্ছা ভাইয়া, আপনাকে মানুষ কেন গালি দেয়?’ নোমান খান নামের একজন লেখেন, ‘সত্যের পক্ষে থাকুন মানুষ ভালোবাসবেই। তবে আওয়ামী লীগ থেকে দূরে থাকুন। ’

আব্দুল্লাহ নামে একজন পরামর্শ দিয়ে লেখেন, ‘এত কথা আর খাতিরের দরকার কী,  SWISS CHEAP REPLICA WATCHES UK OUTLET – Best Sale Cheap Replica Watches: replicaoutletuk.me.চুপ থাকেন কয়দিন, দিন ফিরবে ইনশাআল্লাহ। ’ আরেকজন লেখেন, ‘ঠিক বলেছেন ভাই। আপনার মতো সৎসাহস সাবার নেই। ’ এমন অনেক মন্তব্য এখন জয়ের কমেন্ট বক্সে।

Author