মৌলভীবাজার সদর উপজেলার ৯নং আমতৈল ইউনিয়নের বারহাল গ্রামের মৃত কুতুব মিয়ার (কুতুব পীর) ছেলে ও মৌলভীবাজার জেলা যুবদলের নেতা পাবলু আহমেদ মিজুর ছোটা চাচা মঈনু মিয়া সৌদি আরবে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেন।
বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সময় সকালে সৌদি আরব হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পাবলু আহমেদ মিজু জানান, আমার চাচার লাশ দেশে আনার ব্যবস্থা হয়েগেছে খুব তাড়াতাড়ি দেশে আসবে লাশ এবং সবাইকে পরবর্তীতে জানাযার নামাজের তারিখ সময় জানানো হবে।
মৃত্যু সংবাদ দেশে পৌঁছালে গ্রামে নেমে আসে শোকের ছায়া। স্ত্রীর আর্তনাদে ভারী হয়ে উঠেছে পুরো বাড়ি।
















