বালাগঞ্জে ২০২১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভের প্রায় ৪বছর পর শপথ গ্রহণ করেছেন বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম। দীর্ঘ আইনী জটিলতার অবসানের পর আজ বুধবার (২৭ আগস্ট) বিকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি শপথ পাঠ করেন। শপথবাক্য পাঠ করান সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়াল আলম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০২১ সালে সারা দেশব্যাপী নির্বাচনের অংশ হিসেবে ১১নভেম্বর বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় বালাগঞ্জ সদর ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি নেতা) আব্দুল মুনিম চেয়ারম্যান পদে পুননির্বাচিত হন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর আওয়ামী লীগ মনোনীত প্রতিদ্বন্ধী চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ মিয়ার পক্ষ থেকে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করা হয়। এরপর নানা আইনী জটিলতায় তৎকালিন নির্বাচিত পরিষদের সরকারি গেজেট এবং দায়িত্বগ্রহণ স্থগিত ছিল।
গত বছর ৫আগস্ট সরকার পরিবর্তনের পর প্রতিদ্বন্ধী চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জুনেদ মিয়া তার লিখিত অভিযোগ প্রত্যাহার করেন।
এর সূত্রে ধরে গতকাল বুধবার ইউপি চেয়ারম্যান আব্দুল মুনিম শপথ পাঠ করেন। এর আগে গত ২০ আগস্ট বালাগঞ্জ সদর ইউনিয়নের সদস্যরা শপথগ্রহণ করেছেন।
এ বিষয়ে আলাপকালে চেয়ারম্যান আব্দুল মুনিম বলেন, সত্যের জয় হয়েছে। দীর্ঘ এ আইনী লড়াইয়ে আমার সাথে থাকার জন্য বালাগঞ্জবাসীকে কৃতজ্ঞতা জানাই। আমি আশা করি ভবিষ্যতে জনগণের রায় নিয়ে কেউ যেন টালবাহানা করতে পারবে না।