বিশেষ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন স্থান সাদাপাথরের পাথর ব্যাপক লুট-পাটের ঘটনায় সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে এই কমিটি গঠন করা হয়।
বুধবার (১৩ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
তিনি জানান, ‘সাদাপাথরের পাথর ব্যাপক লুট-পাটের ঘটনায় মঙ্গলবার এ কমিটি গঠন করা হয়। লুটপাটের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সাদা পাথরে কী হচ্ছে, কেন হচ্ছে এটি তদন্তের জন্যে একটি কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি আগামী রবিবারের ভেতরে তাদের রিপোর্ট জমা দিবে।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘সিলেটের সাদাপাথরে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হয়। আমাদের ব্যাকআপ যেগুলো রয়েছে যেমন, ক্রাশার মিল অপসারণ, ক্রাশার মিল থেকে বিদুৎ বিচ্ছিন্ন করাসহ বিভিন্ন কার্যক্রম আমাদের অব্যাহত রয়েছে। একইসাথে আমাদের সব কার্যক্রম চলমান রয়েছে। আমাদের কার্যক্রমের বিষয়ে দেখা গেছে, এক জায়গায় কিছুটা বিচ্যুতি ঘটলেও অন্য জায়গায় আমাদের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পেরেছি। আমাদের অভিযান নিয়মিত চলবে।’