Dhaka ১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেটের সময়: ০১:১৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৯২ নিউজ ভিউ

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ ওভারে চাপা উত্তেজনা। হাতে মাত্র কয়েক বল, দরকার কয়েক রান। তখনই ঠাণ্ডা মাথায় ব্যাট ঘুরিয়ে জয় নিশ্চিত করলেন বাংলাদেশের ব্যাটাররা। সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ঝলমলে ফিফটির ওপর ভর করে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে স্বপ্নের সূচনা করল টাইগাররা।

শনিবার টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান তোলে শ্রীলঙ্কা। তাদের হয়ে সবচেয়ে বড় অবদান রাখেন দাসুন শানাকা। ৩৭ বলে ৬টি ছক্কা ও ৩ চার হাঁকিয়ে ৬৪ রানে অপরাজিত থাকেন লঙ্কান অধিনায়ক। বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান ছিলেন বোলিংয়ের সেরা—৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। তবে চাপে পড়েও দলকে সামাল দেন সাইফ হাসান। ৪৫ বলে ৬১ রানের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। তার সঙ্গে তৌহিদ হৃদয় খেলেন ৩৭ বলে ৫৮ রানের দৃষ্টিনন্দন ইনিংস, যেখানে ছিল ৪ চার ও ২ ছক্কা। দু’জনে মিলে গড়েন ৫৪ রানের জুটি, যা ম্যাচে জয় নিশ্চিত করার ভিত্তি গড়ে দেয়।

অধিনায়ক লিটন দাস করেন ২৩ রান, আর শেষদিকে শামীম হোসেন অপরাজিত থাকেন ১৪ রানে। শেষ ওভারে কিছুটা টানটান পরিস্থিতি তৈরি হলেও ১৯.৫ ওভারেই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।

শ্রীলঙ্কার হয়ে শানাকা ও হাসারাঙ্গা নেন দুটি করে উইকেট। তবে মোস্তাফিজের নিখুঁত বোলিং আর সাইফ-হৃদয়ের ব্যাটিং দাপটের সামনে লঙ্কানদের জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়।

এই জয়ে এশিয়া কাপে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। সামনে অপেক্ষা করছে ভারত ও পাকিস্তানের মতো বড় প্রতিপক্ষ, তবে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া এই আত্মবিশ্বাসই হবে টাইগারদের সবচেয়ে বড় পুঁজি।

Author

ট্যাগ :
জনপ্রিয় খবর

বড়লেখায় বিদ্যালয়ের গেট থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

.copy_right_section { display: none; }

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

আপডেটের সময়: ০১:১৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ ওভারে চাপা উত্তেজনা। হাতে মাত্র কয়েক বল, দরকার কয়েক রান। তখনই ঠাণ্ডা মাথায় ব্যাট ঘুরিয়ে জয় নিশ্চিত করলেন বাংলাদেশের ব্যাটাররা। সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ঝলমলে ফিফটির ওপর ভর করে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে স্বপ্নের সূচনা করল টাইগাররা।

শনিবার টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান তোলে শ্রীলঙ্কা। তাদের হয়ে সবচেয়ে বড় অবদান রাখেন দাসুন শানাকা। ৩৭ বলে ৬টি ছক্কা ও ৩ চার হাঁকিয়ে ৬৪ রানে অপরাজিত থাকেন লঙ্কান অধিনায়ক। বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান ছিলেন বোলিংয়ের সেরা—৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। তবে চাপে পড়েও দলকে সামাল দেন সাইফ হাসান। ৪৫ বলে ৬১ রানের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। তার সঙ্গে তৌহিদ হৃদয় খেলেন ৩৭ বলে ৫৮ রানের দৃষ্টিনন্দন ইনিংস, যেখানে ছিল ৪ চার ও ২ ছক্কা। দু’জনে মিলে গড়েন ৫৪ রানের জুটি, যা ম্যাচে জয় নিশ্চিত করার ভিত্তি গড়ে দেয়।

অধিনায়ক লিটন দাস করেন ২৩ রান, আর শেষদিকে শামীম হোসেন অপরাজিত থাকেন ১৪ রানে। শেষ ওভারে কিছুটা টানটান পরিস্থিতি তৈরি হলেও ১৯.৫ ওভারেই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।

শ্রীলঙ্কার হয়ে শানাকা ও হাসারাঙ্গা নেন দুটি করে উইকেট। তবে মোস্তাফিজের নিখুঁত বোলিং আর সাইফ-হৃদয়ের ব্যাটিং দাপটের সামনে লঙ্কানদের জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়।

এই জয়ে এশিয়া কাপে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। সামনে অপেক্ষা করছে ভারত ও পাকিস্তানের মতো বড় প্রতিপক্ষ, তবে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া এই আত্মবিশ্বাসই হবে টাইগারদের সবচেয়ে বড় পুঁজি।

Author