Dhaka ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সরাসরি বিমান চলাচল পুনঃস্থাপনের বিষয়ে বাংলাদেশ-পাকিস্তানের ফলপ্রসূ মতবিনিময়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময়: ০৫:১৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৭১ নিউজ ভিউ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনঃস্থাপনের বিষয়ে দুই দেশের সিভিল এভিয়েশন অথরিটির মধ্যে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের সঙ্গে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক নাদির শাফি দার সৌজন্য সাক্ষাতে এই মতবিনিময় হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার কুর্মিটোলায় বেবিচক সদরদপ্তরে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বেবিচক জানিয়েছে, সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনঃস্থাপন বিষয়ে উভয় পক্ষই আগ্রহ প্রকাশ করেছেন। বৈঠকে ভবিষ্যতে বিমান চলাচল খাতে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

উভয় পক্ষ আশা প্রকাশ করেন যে, বিমান চলাচল পুনঃস্থাপন হলে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও জনগণের পারস্পরিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে।

এসময় বেবিচক ও ঢাকায় সফররত পাকিস্তান সিভিল এভিয়েশনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Author

ট্যাগ :
জনপ্রিয় খবর
.copy_right_section { display: none; }

সরাসরি বিমান চলাচল পুনঃস্থাপনের বিষয়ে বাংলাদেশ-পাকিস্তানের ফলপ্রসূ মতবিনিময়

আপডেটের সময়: ০৫:১৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনঃস্থাপনের বিষয়ে দুই দেশের সিভিল এভিয়েশন অথরিটির মধ্যে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের সঙ্গে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক নাদির শাফি দার সৌজন্য সাক্ষাতে এই মতবিনিময় হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার কুর্মিটোলায় বেবিচক সদরদপ্তরে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বেবিচক জানিয়েছে, সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনঃস্থাপন বিষয়ে উভয় পক্ষই আগ্রহ প্রকাশ করেছেন। বৈঠকে ভবিষ্যতে বিমান চলাচল খাতে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

উভয় পক্ষ আশা প্রকাশ করেন যে, বিমান চলাচল পুনঃস্থাপন হলে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও জনগণের পারস্পরিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে।

এসময় বেবিচক ও ঢাকায় সফররত পাকিস্তান সিভিল এভিয়েশনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Author