দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শ্রীমঙ্গল-সিলেট রোডে যাত্রা শুরু করলো “বিসমিল্লাহ’ এস.এম.এস এক্সপ্রেস” নন-স্টপ বাস সার্ভিস।
শনিবার (১ নভেম্বর) থেকে নিয়মিতভাবে এই নতুন সার্ভিসটি চালু হয়েছে। শ্রীমঙ্গল “বিসমিল্লাহ’ এস.এম.এস এক্সপ্রেস” কাউন্টারের সুপারভাইজার মোঃ আলী জানান, শ্রীমঙ্গল সিলেট রুটে প্রতিদিন ৫৫টি গাড়ি চলাচল করবে। শ্রীমঙ্গল ও সিলেট থেকে প্রতিদিন সকাল ৬টায় প্রথম বাস (ফার্স্ট ট্রিপ) ছাড়বে, এবং রাত ৯টায় শেষ বাস (লাস্ট ট্রিপ) ছেড়ে যাবে। প্রতি ২০ মিনিট অন্তর একটি করে বাস ছেড়ে যাবে।
মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতির ম্যানেজার মোঃ ফজলু আহমেদ জানান, প্রতিটি গাড়ি শ্রীমঙ্গল থেকে যাত্রা করে মৌলভীবাজার ও শেরপুরে ১০ মিনিটের যাত্রাবিরতি দেবে। তিনি আরও বলেন, যাত্রীদের সুবিধা ও সময়নিষ্ঠ ভ্রমণ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ মান বজায় রাখবো। নিরাপদ, আরামদায়ক ও ঝামেলাহীন যাত্রাই আমাদের মূল লক্ষ্য।
বাসস্ট্যান্ড – শ্রীমঙ্গল (র্যাব) অফিসের সামনে।
নন-এসি ভাড়ার তালিকাঃ
শ্রীমঙ্গল – সিলেট১৭০ টাকা
শ্রীমঙ্গল – মৌলভীবাজার ৪০ টাকা
মৌলভীবাজার – শেরপুর৫০ টাকা
শেরপুর – সিলেট ৮০ টাকা
আগামী ৮ নভেম্বর থেকে “বিসমিল্লাহ’ এস.এম.এস এক্সপ্রেস”এর এসি বাস সার্ভিস চালু হবে।
এসি ভাড়ার তালিকা:
শ্রীমঙ্গল – সিলেট ২৩০ টাকা
শ্রীমঙ্গল – মৌলভীবাজার ৬০ টাকা
মৌলভীবাজার – শেরপুর ৭০ টাকা
শেরপুর – সিলেট ১০০ টাকা।
শ্রীমঙ্গল কাউন্টার সুপারভাইজার:
মোঃ আলী – ০১৮৮৫-৭৭৪৮৮৬
মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতির ম্যানেজার:
মোঃ ফজলু আহমেদ – ০১৭১১-৪১৯৭৯৫
বাপ্পী দেব 















