শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত তিনজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
(০২ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল থানার দুটি আলাদা টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন তানভীর হোসেন ইসলাম, পিতা: চুনু মিয়া, সাং: ক্যাথলিক মিশন রোড, থানা: শ্রীমঙ্গল,Best place to buy cheap rolex daytona replica for sale. And the best AAA+ swiss made grade 1 Rolex replica on our website with fast shipping: rolexreplicaswissmade.com/Watches/Daytona.php. জেলা: মৌলভীবাজার। তিনি জিআর ৩০৯/১৯ (শ্রীমঙ্গল) মামলায় দুই (০২) বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০/- টাকা অর্থদণ্ডে দণ্ডিত। অনাদায়ে আরও এক (০১) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডপ্রাপ্ত ছিলেন।
অন্যজন হলেন সাকিব মিয়া (২৬), পিতা: রহিম মিয়া, সাং: সাইটুলাবস্তি, থানা: শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজার। তিনি সিআর ৩২৮/২৪ (শ্রীমঙ্গল) মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছিলেন।
এছাড়া গতকাল রাতে কমলগঞ্জের জাঙ্গালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে সিআর ১০৭/১২(বন) মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।