মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সরকার বাজার এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে শেরপুর পুলিশ ফাঁড়ির টহল টিম।
পুলিশ জানায়, শনিবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে শেরপুর গোলচত্বরে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সরকার বাজার যাত্রী চাউনীর পাশে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে অভিযানকালে পালানোর চেষ্টা করলে আকরাম মিয়া (৩২), পিতা-মৃত সুন্দর আলী, সাং-ইলাশপুর, গোয়ালাবাজার ইউপি, ওসমানীনগর উপজেলার বাসিন্দাকে আটক করা হয়।
এসময় তার হাতে থাকা নীল রঙের পলিথিন থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। যার ওজন ৪ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাস বলেন, “আটককৃত যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে বাজারে এনেছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, আটক আকরাম মিয়ার বিরুদ্ধে আরও তথ্য যাচাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।