আইনশৃঙ্খলা রক্ষায় শেরপুর ফাঁড়ি পুলিশের ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে এবার গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার হলো দুই পলাতক আসামি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। ফাঁড়ির অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) মোঃ শফিক মিয়ার নেতৃত্বে পুলিশ ফোর্সের সদস্যরা একযোগে অভিযানটি পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার শেরপুর (দ্বিঘর ব্রাহ্মণগ্রাম) এলাকার মৃত রাজেন্দ্র সূত্রধরের ছেলে সাধন সূত্রধর (৫৫) এবং সুশীল সূত্রধরের ছেলে সমিরন সূত্রধর (৩০)। তারা উভয়েই ওয়ারেন্টভুক্ত একাধিক মামলার পলাতক আসামি ছিলেন।
শেরপুর ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাস বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে আজকের অভিযান পরিচালনা করে আমরা দুইজনকে গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ফাঁড়ি পুলিশের তৎপরতায় এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। ফাঁড়ি এলাকায় নিয়মিত টহল, শেরপুর বাজাররে সিসিটিভির মাধ্যমে নজরদারি ও দ্রুত অভিযানের ফলে সাধারণ মানুষের আস্থাও বেড়েছে পুলিশের প্রতি।
শেরপুর ফাঁড়ি পুলিশের এ সফল অভিযান স্থানীয়দের মাঝে প্রশংসার ঝড় তুলেছে। তারা আশা প্রকাশ করেছেন- এ ধরনের আইন-শৃঙ্খলা রক্ষাকারী পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
















