হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাহিত্য সাংস্কৃতিক সংগঠন, সুস্থ সাহিত্য, সংস্কৃতি ও মুক্ত চিন্তার ধারক ‘কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ’- এর শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বার্ষিক শারদ সংকলন ‘আনন্দময়ীর আগমনে’ প্রকাশিত হতে যাচ্ছে।
শারদ সংকলন ‘আনন্দময়ীর আগমনে’ ১৪তম বর্ষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০২৫ খ্রি. সংখ্যায় নিবন্ধ/প্রবন্ধ, কবিতা, ছড়া, কৌতুক সহ শারদীয় দুর্গা পূজার সাথে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন লেখা আহবান করা হয়েছে। শুধুমাত্র নির্বাচিত লেখা প্রকাশিত করা হবে। লেখার সাথে অবশ্যই লেখকের নাম, ঠিকানা, পদবী ও ফোন নাম্বার দিতে হবে। লেখা পাঠানোর শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ।
লেখা পাঠানোর মাধ্যম: ইমেইল: ratnadeepdasraju@gmail.com অথবা dasr14330@gmail.com
প্রয়োজনে যোগাযোগ:
শংকর পাল (সভাপতি) +8801724617339
রাজেশ দাশ (সাধারণ সম্পাদক) +8801703966519
লক্ষ্মী- নারায়ণ ক্লথ স্টোর, নবীগঞ্জ জে.কে হাইস্কুল রোড, নবীগঞ্জ, হবিগঞ্জ।
সাধনা ফার্মেসী থানা রোড, নবীগঞ্জ, হবিগঞ্জ।