রাষ্ট্রপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একসঙ্গে ২৫ জন নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে একই দিনে ঢাকাসহ ১৯টি জেলায় ৪১ জন জেলা জজসহ মোট ২৩৫ জন বিচারকের বদলি করা হয়। বদলি করা বিচারকের মধ্যে রয়েছেন—৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ৯৬ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে পৃথক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ জারি করা হয়।
AAA Replica Watches UK For Sales – Best Rolex Replica Watches Shop
Top AAAA Replica Watches – UK Best Rolex Fake Watches For Sale
Best Replica Watches UK For Sale – Buy Rolex Replica UK