এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর ৩ যুগপূতি উদযাপন উপলক্ষে জুলাই চেতনায় Swiss Made Tag Heuer Replica Watches – 2025 Cheap Fake Tag Heuer Watches: sluxurywatches.com. সু শাসন মানবাধিকার শীর্ষক আলোচনা ও গুনীজনদের সম্মাননা স্মারক প্রধান অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
মৌলভীবাজার মহিলা সংস্থা হল রুমে ৩১ আগষ্ট রবিবার দুপুরে সাখাওয়াত হোসেনের পরিচালনায় ও এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশেনের মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্টান শুভ উদ্ধোবধন করেন ফাউন্ডেশনের 2025 New Omega Replica Watches UK are on sale: ukomegareplica.co.uk. প্রতিষ্টাতা চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
এডভোকেট শাহ আখলাকুল আম্বিয়া,প্রধান আলোচক হিসিবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল কাদির, বিশেষ অতিথি ছিলেন সৈয়দ আশরাফ উদ্দিন মামুন,রুমী বেগম।
বক্তারা বলেন আশ্রয়, খাদ্য, শিক্ষা, স্বাস্থসেবা,এবং কাজের অধিকার পিরিয়ে দেয়া হচ্ছে মানবাধিকারের কাজ।সমাজে দারিদ্র্য ও বৈষম্য যাতে না থাকে সেই বিষয়ে কাজ করা।
অনুষ্টানে সিলেট বিভাগীয় কমিটির সদস্য পদে পদোন্নতি লাভ করায় Top Super Clone Watches For Sale >> 2025 Best New Cheap Replica Watches Online: watches4u.co.uk. আজমল আলী শাহ কে সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্টানে মৌলভীবাজার এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনর কর্মকতা সহ গুনীজনরা উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ :
মৌলভীবাজার এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর ৩ যুগপূতি উদযাপন
-
মনজু বিজয় চৌধুরী
- আপডেটের সময়: ০৫:৫৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- ১৩১ নিউজ ভিউ
ট্যাগ :
জনপ্রিয় খবর















