Dhaka ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : এন্ট্রিপদ নবম গ্রেড ও চার স্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলার সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বুধবার (২০ আগষ্ট) দুপুরে শহরের প্রেসক্লাব এর সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়।মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মো: মুহিবুর রহমান এর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন আবুল আ’লা মো. মওদুদ, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়।

বক্তব্য রাখেন, মো: কামাল উদ্দিন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মানজু মিয়া সরকার, সিনিয়র শিক্ষক, আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মামুন রসিদ,সিনিয়র শিক্ষক,আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, স্বপ্নীল দাস, সহকারী শিক্ষক ( ৪১ তম বিসিএস), মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে,কর্মসূচি পরিচালনা করেন মো: মুহিবুর রহমান, সহকারী শিক্ষক, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়।

বক্তারা বলেন, ১৯৭৩ সাল থেকে সরকারি মাধ্যমিক শিক্ষকের সমপদ ও নিম্নপদের বিভিন্ন পেশার চাকুরিজীবিরা পর্যায়ক্রমে সরকারি মাধ্যমিক শিক্ষকদের ডিঙিয়ে নবম গ্রেডে উন্নীত হয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ সেই ১৯৭৩ সাল থেকে আজ পর্যন্ত সেই একই পদ দশম গ্রেডে পড়ে রয়েছেন। কোনা একাডেমিক পদসোপান না থাকায় তিন দশকেরও অধিক কাল যাবৎ একই পদে চাকরি করে অনেকে অবসরে চলে গেছেন এবং বাকীরা চরম হতাশা নিয়ে কর্মরত রয়েছেন।

শিক্ষকগণ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিরাজমান এই চরম বঞ্চনা ও বৈষম্যের অবসান চান। এমনকি জাতির সত্যিকার উন্নতি ও অগ্রগতির জন্য শিক্ষকগণ মাধ্যমিক শিক্ষাসহ প্রাথমিক ও উচ্চ শিক্ষা ক্ষেত্রেও বিরাজমান বঞ্চনা ও বৈষম্যের অবসান দাবি করেন। শিক্ষাক্ষেত্রে যুগোপযোগী আমূল সংস্কার ও গুণগত পরিবর্তনের জন্য একটি শিক্ষা কমিশন গঠন সময়ের দাবি বলে তাঁরা উল্লেখ করেন।

Author

ট্যাগ :
জনপ্রিয় খবর
.copy_right_section { display: none; }

মৌলভীবাজারে শিক্ষকদের মানববন্ধন

আপডেটের সময়: ০৬:৫০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

স্টাফ রিপোর্টার : এন্ট্রিপদ নবম গ্রেড ও চার স্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলার সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বুধবার (২০ আগষ্ট) দুপুরে শহরের প্রেসক্লাব এর সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়।মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মো: মুহিবুর রহমান এর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন আবুল আ’লা মো. মওদুদ, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়।

বক্তব্য রাখেন, মো: কামাল উদ্দিন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মানজু মিয়া সরকার, সিনিয়র শিক্ষক, আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মামুন রসিদ,সিনিয়র শিক্ষক,আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, স্বপ্নীল দাস, সহকারী শিক্ষক ( ৪১ তম বিসিএস), মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে,কর্মসূচি পরিচালনা করেন মো: মুহিবুর রহমান, সহকারী শিক্ষক, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়।

বক্তারা বলেন, ১৯৭৩ সাল থেকে সরকারি মাধ্যমিক শিক্ষকের সমপদ ও নিম্নপদের বিভিন্ন পেশার চাকুরিজীবিরা পর্যায়ক্রমে সরকারি মাধ্যমিক শিক্ষকদের ডিঙিয়ে নবম গ্রেডে উন্নীত হয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ সেই ১৯৭৩ সাল থেকে আজ পর্যন্ত সেই একই পদ দশম গ্রেডে পড়ে রয়েছেন। কোনা একাডেমিক পদসোপান না থাকায় তিন দশকেরও অধিক কাল যাবৎ একই পদে চাকরি করে অনেকে অবসরে চলে গেছেন এবং বাকীরা চরম হতাশা নিয়ে কর্মরত রয়েছেন।

শিক্ষকগণ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিরাজমান এই চরম বঞ্চনা ও বৈষম্যের অবসান চান। এমনকি জাতির সত্যিকার উন্নতি ও অগ্রগতির জন্য শিক্ষকগণ মাধ্যমিক শিক্ষাসহ প্রাথমিক ও উচ্চ শিক্ষা ক্ষেত্রেও বিরাজমান বঞ্চনা ও বৈষম্যের অবসান দাবি করেন। শিক্ষাক্ষেত্রে যুগোপযোগী আমূল সংস্কার ও গুণগত পরিবর্তনের জন্য একটি শিক্ষা কমিশন গঠন সময়ের দাবি বলে তাঁরা উল্লেখ করেন।

Author