মৌলভীবাজারে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত সংস্থা রংধনুর সাতরং এর একযুগ পূর্তি উপলক্ষে আগামী ২৯ অক্টোবর বুধবার নব আঙ্গিকে আবারো জনসম্মুখে প্রকাশ হওয়ার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার পৌর শহরের পুরাতন হাসপাতাল সড়কস্থ রংধনুর সাতরং অফিসে নির্বাহী পরিচালক নাসির উদ্দিন আহমেদ উজ্জ্বলের সভাপতিত্বে অতিথি ছিলেন উপদেষ্টা সাংবাদিক রিপন কান্তি ধর রুপক।
মিতু দেবের পরিচালনায় এসময় রংধনুর সাতরং এর অপি, সায়মা, তাসনিয়া, মুক্তা, শিউলী, জয়শ্রী প্রমুখ আলেচনায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত সংস্থা রংধনুর সাতরং দীর্ঘ একযুগ ধরে মহিলাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে। এপর্যন্ত প্রায় ১৭ শতাধিক নারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সালেহ আহমদ (স'লিপক) 















