মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের মোজেফরবাদ এলাকা থেকে ১২১ পিস ইয়াবাসহ জুনেদ মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির এসআই (নিরস্ত্র) মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার জুনেদ মিয়ার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার ২ নং মনুমুখ ইউনিয়নের মোজেফরবাদ গ্রামে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনুমুখ ইউপিস্থ জাঙ্গালের পুলের পশ্চিম পাশে মোজেফরবাদ এলাকা থেকে জুনেদকে আটক করা হয়। পরে তার লুঙ্গির ভাঁজ থেকে নীল রঙের জিপারযুক্ত বায়ুনিরোধক ব্যাগে থাকা ১২১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুনেদ মিয়া মাদক বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজের কাছে রাখার কথা স্বীকার করেছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে জেলা গোয়েন্দা শাখা কাজ করছে। গতকাল ইয়াবাসহ আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে যুক্ত। গতকালের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
















