মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের কালিয়ারগাঁও গ্রামের টনু মিয়ার ছেলে Best Swiss Replica Watches Store UK >> 100% High Quailty Replica Watches: watchestore.uk.com.১২নং গিয়াসনগর ইউনিয়ন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সুরমান মিয়া তার বিরুদ্ধে হয়রানি মূলক মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন।
৩১ আগস্ট রোববার মামার রেস্টুরেন্টের কনফারেন্স হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী সুরমান মিয়া জানান মৌলভীবাজার জেলায় ছোট-বড় ৩০টি হাওর রয়েছে। এর মধ্যে হাইল হাওর অন্যতম। ১০ হাজার হেক্টর ভূমির হাইল হাওরে রয়েছে বিখ্যাত বাইক্কা বিলসহ ছোট বড় ১৩০ টি বিল, হাওরে নেমে এসেছে ৩৫২ টি ছড়া। মৌলভীবাজার শহরের পানি কোদালী ছড়ার New! Best Selling Breitling Replica Watches USA >> 2025 Cheap Fake Breitling For Sale: atchesselling.com. মাধ্যমে হাইল হাওরে যায়। হাইল হাওরে রয়েছে জলজ উদ্ভিদ সহ অসংখ্য প্রাকৃতিক সম্পদ। কিন্তুপ্রাণ-আর এফ এল হাওরটিকে ধ¦ংস করে ফিশারী ও বিভিন্নধরনের শিল্পখারখানা গড়ে তোলার তৎপরতা চালিয়ে আসছে ২০২৩ সাল থেকে।
ভূমি আইন, পরিবেশ আইনসহ দেশের প্রচলিত আইনকে পাশ কাটিয়ে প্রান কোম্পানীর এই পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের প্রতিবাদ করে আসছে এলাকাবাসীসহ জেলা হাওর রক্ষা আন্দোলন সহ পরিবেশবাদী বিভিন্নসংগঠন দীর্ঘদিন ধরে।
এলাকাবাসীর সাথে সহমত পোষন করে, সুরমান মিয়া হাওর আন্দোলনের ন্যায্য লড়াই সংগ্রামে যুক্ত হওয়ায় কোম্পানির স্থানীয় দায়িত্ব প্রাপ্তরা তার উপর ক্ষিপ্ত হয়ে এ পর্যন্ত ৭ টি মিথ্যা মামলা দায়ের করে।
স্থানীভাবে একজন সক্রিয় বিএনপি কর্মী সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের New UK Perfect Replica Watches Hot! Sale – High Quality 2025 Swiss Made Fake Watches: buyluxuryreplica.com.
৪নং ওয়ার্ডের ২ বারের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সহ বর্তমানে ইউনিয়ন কমিটির শ্রম বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করা সত্বেও ঢাকার গুলশান থানায় তাকে আওয়ামীলীগ কর্মী বানিয়ে গত ৫ আগস্ট ২৪ পরবর্তিতে একটি মামলার এজহারভুক্ত আসামী করা হয়। যার নং-২৮ তাং ২৫ এপ্রিল ২০২৫। মামলার প্রধান আসামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯৪ জন। আরেকটি মামলা ঢাকার বাড্ডা থানা কোর্টে করা হয়েছে যার সি আর নং- ৩৪৯ তারিখ ২৯-০৫-২০২৫ ইং। উল্লেখিত মিথ্যা মামলা সহ প্রাণ কোম্পানীর সকল মিথ্যা মামলা থেকে অব্যাহতিসহ ক্ষতিপূরন প্রদানের দাবী জানান।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর শামীম আহমেদ জানান সুরমান মিয়া বিএনপির একজন নির্যাতিত কর্মী। বিগত ১৭ বছর তিনি বিএনপির আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন। তারা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও অবিলম্বে সুরমানের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানান। সংবাদ সম্মেলনে বিপুল সংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।