Dhaka ০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বার্সেলোনা মেয়রকে ইসরাইল প্রবেশে বাধা

ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধের প্রতিবাদে তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়ায় বার্সেলোনার মেয়র হাউমে কোলবোনিকে দেশটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।

দৈনিক ইদিয়োথ আহারোনোথ জানায়, ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মেয়র কোলবোনির প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।

তিনি শুক্রবার রাতে ইসরাইলে পৌঁছানোর কথা ছিল। প্রতিবেদনে বলা হয়, ‘মেয়রের সাম্প্রতিক সময়ে ইসরাইলবিরোধী একাধিক বক্তব্য এবং শহর পরিষদের মে মাসে গৃহীত ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্নের প্রস্তাবের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ইসরাইলের চ্যানেল ১২ জানায়, কোলবোনি ইয়াদ ভাশেম জাদুঘর পরিদর্শন এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করেছিলেন।

সাম্প্রতিক মাসগুলোতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ ও গাজায় ইসরাইলি সামরিক হামলার সমালোচনার কারণে বহু পশ্চিমা কর্মকর্তা ও কর্মীকে প্রবেশে বাধা দিয়েছে ইসরাইল।

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া সামরিক অভিযানে এখন পর্যন্ত গাজায় ৬২ হাজার ১০০-রও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। অবরুদ্ধ উপত্যকাটি বর্তমানে দুর্ভিক্ষের মুখে পড়েছে।

এর আগে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এছাড়া গাজায় পরিচালিত এই যুদ্ধের দায়ে ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে।

Author

ট্যাগ :
জনপ্রিয় খবর

বড়লেখায় বিদ্যালয়ের গেট থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

.copy_right_section { display: none; }

বার্সেলোনা মেয়রকে ইসরাইল প্রবেশে বাধা

আপডেটের সময়: ০২:২৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধের প্রতিবাদে তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়ায় বার্সেলোনার মেয়র হাউমে কোলবোনিকে দেশটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।

দৈনিক ইদিয়োথ আহারোনোথ জানায়, ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মেয়র কোলবোনির প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।

তিনি শুক্রবার রাতে ইসরাইলে পৌঁছানোর কথা ছিল। প্রতিবেদনে বলা হয়, ‘মেয়রের সাম্প্রতিক সময়ে ইসরাইলবিরোধী একাধিক বক্তব্য এবং শহর পরিষদের মে মাসে গৃহীত ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্নের প্রস্তাবের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ইসরাইলের চ্যানেল ১২ জানায়, কোলবোনি ইয়াদ ভাশেম জাদুঘর পরিদর্শন এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করেছিলেন।

সাম্প্রতিক মাসগুলোতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ ও গাজায় ইসরাইলি সামরিক হামলার সমালোচনার কারণে বহু পশ্চিমা কর্মকর্তা ও কর্মীকে প্রবেশে বাধা দিয়েছে ইসরাইল।

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া সামরিক অভিযানে এখন পর্যন্ত গাজায় ৬২ হাজার ১০০-রও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। অবরুদ্ধ উপত্যকাটি বর্তমানে দুর্ভিক্ষের মুখে পড়েছে।

এর আগে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এছাড়া গাজায় পরিচালিত এই যুদ্ধের দায়ে ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে।

Author