Dhaka ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বড়লেখা সীমান্তে রোহিঙ্গাসহ ১০ জন আটক

মনজু বিজয় চৌধুরী : বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নিউ পাল্লাথল সীমান্তের কুমারসাইল এলাকা থেকে শুক্রবার সকালে ৯ জন রোহিঙ্গা নাগরিক ও ১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবির নিউ পাল্লাথল বিওপির টহল দল। বিএসএফ ভোরবেলা এদেরকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করেছে।

এদের মধ্যের বাংলাদেশি নাগরিক ও একজন রোহিঙ্গা নাগরিকের পরিচয় নিশ্চিত হওয়ায় বিজিবি শুক্রবার সন্ধ্যায় এই দুইজনকে বড়লেখা থানায় সোপর্দ করেছে। এরা হচ্ছে- হবিগঞ্জ জেলার আজমীরিগঞ্জ উপজেলার জামির হোসেনের ছেলে সোহেল মিয়া ও কক্সবাজারের একটি রোহিঙ্গা শরনার্থী শিবিরের বাসিন্দা আবুল কাশেমের ছেলে আবু বক্কর সিদ্দিক। কয়েক বছর আগে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গমণ করে। সম্প্রতি সেখানে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক হয়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন লাতু বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার ভবেশ চন্দ্র রাহুত জানান, শুক্রবার ভোরে একজন বাংলাদেশি নাগরিক ও ৮ জন রোহিঙ্গা নাগরিককে বিএসএফ পুশইন করলে বিজিবির টহল বাহিনীর হাতে তারা আটক হয়। এদের দুইজনের পরিচয় নিশ্চিত হওয়ায় সন্ধ্যায় তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে। অপর ৮ রোহিঙ্গা নাগরিককে লাতু ক্যাম্প সংলগ্ন একটি বালিকা উচ্চ বিদ্যালয়ে আটক রেখে তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই কার্যক্রম চালানো হচ্ছে। পরিচয় শনাক্তের কাজ সম্পন্নের পর তাদেরকে থানায় সোপর্দ করা হবে।

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বিজিবি জিডি মুলে একজন বাংলাদেশি নাগরিক ও একজন রোহিঙ্গা নাগরিককে থানায় সোপর্দ করেছে। এদের এব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Author

ট্যাগ :
জনপ্রিয় খবর
.copy_right_section { display: none; }

বড়লেখা সীমান্তে রোহিঙ্গাসহ ১০ জন আটক

আপডেটের সময়: ১০:৪১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

মনজু বিজয় চৌধুরী : বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নিউ পাল্লাথল সীমান্তের কুমারসাইল এলাকা থেকে শুক্রবার সকালে ৯ জন রোহিঙ্গা নাগরিক ও ১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবির নিউ পাল্লাথল বিওপির টহল দল। বিএসএফ ভোরবেলা এদেরকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করেছে।

এদের মধ্যের বাংলাদেশি নাগরিক ও একজন রোহিঙ্গা নাগরিকের পরিচয় নিশ্চিত হওয়ায় বিজিবি শুক্রবার সন্ধ্যায় এই দুইজনকে বড়লেখা থানায় সোপর্দ করেছে। এরা হচ্ছে- হবিগঞ্জ জেলার আজমীরিগঞ্জ উপজেলার জামির হোসেনের ছেলে সোহেল মিয়া ও কক্সবাজারের একটি রোহিঙ্গা শরনার্থী শিবিরের বাসিন্দা আবুল কাশেমের ছেলে আবু বক্কর সিদ্দিক। কয়েক বছর আগে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গমণ করে। সম্প্রতি সেখানে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক হয়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন লাতু বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার ভবেশ চন্দ্র রাহুত জানান, শুক্রবার ভোরে একজন বাংলাদেশি নাগরিক ও ৮ জন রোহিঙ্গা নাগরিককে বিএসএফ পুশইন করলে বিজিবির টহল বাহিনীর হাতে তারা আটক হয়। এদের দুইজনের পরিচয় নিশ্চিত হওয়ায় সন্ধ্যায় তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে। অপর ৮ রোহিঙ্গা নাগরিককে লাতু ক্যাম্প সংলগ্ন একটি বালিকা উচ্চ বিদ্যালয়ে আটক রেখে তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই কার্যক্রম চালানো হচ্ছে। পরিচয় শনাক্তের কাজ সম্পন্নের পর তাদেরকে থানায় সোপর্দ করা হবে।

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বিজিবি জিডি মুলে একজন বাংলাদেশি নাগরিক ও একজন রোহিঙ্গা নাগরিককে থানায় সোপর্দ করেছে। এদের এব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Author