মৌলভীবাজারের বড়লেখায় সিএনজি অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে রায়না The Best-selling Replica Watches UK Swiss Fake Watches At Cheap Price: watchcheap.xyz. বেগম (৪৮) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার (০১ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে উত্তর শাহবাজপুর ইউনিয়নের সুরমা কমিউনিটি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়না বেগম উপজেলার কবিরা গ্রামের মৃত হুরুধন মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়না বেগম চিকিৎসার জন্য বাড়ি থেকে UK Replica Watches – Cheap Fake Watches UK For Men and Women: watchchoiceuk.com. সিএনজি অটোরিকশাযোগে শাহবাজপুর বাজারে যাচ্ছিলেন। পথে রাজপুর এলাকায় সিএনজি অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাজপুর পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় Best Replica Watches Canada Is Suitable For Men And Women: bestreplicas.me. এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।