গতকাল শনিবার ২৫ জানুয়ারি কামালপুর ইউনিয়নের নালীউড়ি এলাকায় মৌলভীবাজার সদর উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম নাদিমের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার পর থেকে ভয়ে বাড়ি ঘর ছাড়া তাহার পরিবার।
জানা যায়, রাজনৈতিক প্রতিহিংসার কারনে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র হাতে নিয়ে মৌলভীবাজার Swiss Made Tag Heuer Replica Watches – 2025 Cheap Fake Tag Heuer Watches. সদর উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ও ৩নং কামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম নাদিম এর বাসাতে প্রবেশ করে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এছাড়াও ঘরের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকার কারণে ঘরের মধ্যে আগুন দেওয়ার চেষ্টা করে সে সময় স্থানীয়দের বাঁধার মুখে পিছু হাটে সন্ত্রাসীরা।
তাহার পরিবার দৈনিক মৌলভীবাজারের কন্ঠকে জানান, হামলাকারীরা যখন বাড়িতে আসে তখন তারা বলে নাদিম সোশ্যাল মিডিয়ায় অনেকনবড় বড় কথা বলে বিএনপি ও অন্তবর্তী সরকারের বিরুদ্ধে লেখালেখি করে।এগুলা বন্ধ না করলে তার পরিনতি আরো ভয়াবহ হবে। সন্ত্রাসীরা মুখ বাধাঁ, হেলমেট 2025 New Omega Replica Watches UK are on sale. পড়া ছিলো যার জন্য কাওকে চিহ্নিত করা যায়নি। আমরা থানায় তাৎক্ষণিক বিষয়টি জনাই এবং অভিযোগ করলেও অভিযোগ গ্রহণ করেনি। এই মূহুর্তে আমাদের পরিবার সংকটাপন্ন অবস্থায় দিনযাপন করছি। আমারা এই সন্ত্রাসীদের ভয়ে বাড়ি যেতে পারছি না আত্মীয় স্বজনদের বাসায় আছি।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, এ Top Super Clone Watches For Sale >> 2025 Best New Cheap Replica Watches Online.ব্যাপারে আমাদের কাছে মৌখিক একটি অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময় থেকে কিছু বিষয়ে আমরা অপারগ।কারণ আওয়ামী লীগের রাজনীতি যারা করেন তাদের বিরুদ্ধেই অনেক মামালা হয়েছে এবং হচ্ছে।