হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ এর কার্যালয় পরিদর্শন করলেন নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ এর কার্যালয় পরিদর্শনকালে তাঁদেরকে স্বাগত জানান সংস্থার সদস্যবৃন্দ।
এসময় সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা রত্নদীপ দাস রাজু, সভাপতি দেবাশীষ দাশ রতন, সাধারণ সম্পাদক জনি দাশ, সদস্য সৃষ্টি রাণী দাশ, ওলী রাণী দাশ, নিখিলেশ দাশ, তীর্থ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ এর ভূয়সী প্রশংসা করেন এবং সংস্থার কার্যক্রমে খুশি হন ও সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ দীর্ঘদিন ধরে উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে কাজ করে আসছে। সংস্থাটি ২০২৪ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই ছাত্র ও যুব সমাজকে নিয়ে বাল্যবিবাহ রোধ, মাদক বিরোধী সচেতনতা সৃষ্টি, ইভটিজিং প্রতিরোধ, ক্রীড়া প্রতিযোগিতা সহ সমাজের অসঙ্গতিপূর্ণ বিষয় ও সমাজকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে। জানা যায়, সংস্থাটি নবীগঞ্জ থানার মুক্তাহার গ্রামের দুই কীর্তিপুরুষ, ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯নং সার্কেলের সহোদর সরপঞ্চ ও ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক শ্রীমান সনাতন দাস ও শ্রীমান দীননাথ দাস এঁর নামানুসারে প্রতিষ্ঠিত।
সালেহ আহমদ (স'লিপক) 















