নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও ও পিটুয়া গ্রামের মধ্যবর্তী স্থানে ফাঁস গাছ ব্রিজের নিচে ভাসমান অবস্থায় জাবেদ মিয়া (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের আতিক মিয়ার পুত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যা ৭ টায় তার মোবাইল ফোনে একটা কল আসে। এরপর সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। নিখোঁজের দুই দিন পর গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টায় হাসনকালিপাড় এলাকায় ব্রিজের নিচে পানিতে উল্টো অবস্থায় তার ভাসমান লাশ দেখতে পান এলাকাবাসী।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান, ওসি তদন্ত দুলাল মিয়া এস আই কাদের আহমেদ এর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরবর্তীতে এসআই রিপন চন্দ্র এর সুরতহাল রিপোর্ট তৈরী করে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।