হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ‘কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ’ এর এক জরুরি সভায় বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে নবীগঞ্জ থানা রোডের অস্থায়ী কার্যালয়ে ‘কুটিশ্বর দাশ স্মৃতি The Best-selling Replica Watches UK Swiss Fake Watches At Cheap Price.সাহিত্য পরিষদ’ এর বিদায়ী সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে শংকর চন্দ্র পালকে সভাপতি, রাজেশ দাশকে সাধারণ সম্পাদক ও লিকছন দাশকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়।
বিদায়ী সাধারণ সম্পাদক সুকান্ত দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- UK Replica Watches – Cheap Fake Watches UK For Men and Women. সহ-সভাপতি শংকর চন্দ্র পাল, প্রভাষ চন্দ্র দাশ টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক রাজেশ দাশ, সাংগঠনিক সম্পাদক লিকছন দাশ।
এসময় অনলাইনে যুক্ত হয়ে যুগ্ম সাধারণ সম্পাদক শুভন দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক জগদীশ দাশ, শিক্ষা ও নারী বিষয়ক সম্পাদক রিমা চন্দ, তথ্য ও গবেষণা সম্পাদক সপ্তম দাশ প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং শারদীয় দুর্গা Best Replica Watches Canada Is Suitable For Men And Women. পূজা উপলক্ষে শারদ সংকলন ‘আনন্দময়ীর আগমনে’ প্রকাশনার সিদ্ধান্ত গৃহীত হয়।