দেশের রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অনেকের কাছে কিছু সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন হতে পারে, প্রথমে মনে কষ্ট লাগতে পারে। তবে, সময়ের সঙ্গে সঙ্গে শান্তি ফিরে আসবে। কারণ এসব সিদ্ধান্ত শেষ পর্যন্ত দেশের জন্যই শান্তি ও স্থিতি বয়ে আনবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, মনে কষ্ট থাকলেও জাতীয় নানা ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে হবে। আমরা অসংখ্য যুক্তি তুলে ধরতে পারি, যুক্তির শেষ নেই। কিন্তু প্রকৃত সমাধান লুকিয়ে আছে সমঝোতায়—এ পথেই আমাদের এগিয়ে যেতে হবে।
বৈঠকে রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, যখনই সিদ্ধান্ত নেবেন, কোলাকুলি করে ঐকমত্যের ভিত্তিতেই নেবেন। তবেই নির্বাচন আয়োজন হবে সার্থক ও অর্থবহ।
তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আমাদের জাতি হিসেবে এক নতুন যাত্রার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগকে অর্থবহ করতে হলে সমঝোতার পথে এগিয়ে গিয়ে নতুন বাংলাদেশ গড়াই একমাত্র সমাধান।
জুলাই সনদ নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, এখান থেকে ফেরার কোনো পথ নেই। যে সমঝোতার পথ আমরা শুরু করেছি, তা ছাড়া আর কোনো সমাধান নেই—সমঝোতায় আসতেই হবে। আমি হয়তো জোর দিয়েই বলছি; কিন্তু এ কথাটি উপেক্ষা করার সুযোগ নেই।