Dhaka ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিকেটকে সমৃদ্ধ করতে যেকোনো দায়িত্ব নিতে প্রস্তুত: বিসিবি সভাপতি

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেটের সময়: ০৪:৪০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৭ নিউজ ভিউ

বাংলাদেশ ক্রিকেটকে আরও সমৃদ্ধ করতে যেকোনো দায়িত্ব নিতে প্রস্তুত বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

মঙ্গলবার (২ সেপ্টম্বর) Cheap Breitling Replica Watches UK – Copy Breitling Navitimer,Super Ocean,Trans Ocean Series Fake Watches: verdetuk.cc. দুপুর বেলা দেড়টার দিকে তিনি মাঠ ও জিমনেসিয়ামের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

এ সময় অবকাঠামোগত অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি জানান, দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে তিনি সব সময়ই নিবেদিতভাবে কাজ করছেন।

এ সময় তিনি বিসিবির পরিচালক পদে নির্বাচনে অংশগ্রহণের AAA Grade Rolex Replica Watches Sale: Perfect 1:1 Cheap Fake Rolex Watches: watchourwatches.com. আগ্রহ প্রকাশ করেন। শুধু তাই নয়, দেশের প্রয়োজনে আরও বড় দায়িত্ব নিয়েও কাজ করতে চান বলে উল্লেখ করেন।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশ ক্রিকেটকে আরও সমৃদ্ধ The Best Place to Find UK Perfect Brand Replica Watches: Top Swiss Movement Replica Watches UK: buyreplica.co.uk.করতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমি চাই সিলেটসহ দেশের সব অঞ্চলে ক্রিকেট অবকাঠামো আরও উন্নত হোক।

তাই ক্রিকেটকে সমৃদ্ধ করতে যে কোনো দায়িত্ব নিতে আমি প্রস্তুত।

এ সময় স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রিকেটপ্রেমীরা বলেন, বিসিবি সভাপতির এ ধরনের পরিদর্শন ও বক্তব্য দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

Author

ট্যাগ :
জনপ্রিয় খবর

বড়লেখায় বিদ্যালয়ের গেট থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

.copy_right_section { display: none; }

ক্রিকেটকে সমৃদ্ধ করতে যেকোনো দায়িত্ব নিতে প্রস্তুত: বিসিবি সভাপতি

আপডেটের সময়: ০৪:৪০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ক্রিকেটকে আরও সমৃদ্ধ করতে যেকোনো দায়িত্ব নিতে প্রস্তুত বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

মঙ্গলবার (২ সেপ্টম্বর) Cheap Breitling Replica Watches UK – Copy Breitling Navitimer,Super Ocean,Trans Ocean Series Fake Watches: verdetuk.cc. দুপুর বেলা দেড়টার দিকে তিনি মাঠ ও জিমনেসিয়ামের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

এ সময় অবকাঠামোগত অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি জানান, দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে তিনি সব সময়ই নিবেদিতভাবে কাজ করছেন।

এ সময় তিনি বিসিবির পরিচালক পদে নির্বাচনে অংশগ্রহণের AAA Grade Rolex Replica Watches Sale: Perfect 1:1 Cheap Fake Rolex Watches: watchourwatches.com. আগ্রহ প্রকাশ করেন। শুধু তাই নয়, দেশের প্রয়োজনে আরও বড় দায়িত্ব নিয়েও কাজ করতে চান বলে উল্লেখ করেন।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশ ক্রিকেটকে আরও সমৃদ্ধ The Best Place to Find UK Perfect Brand Replica Watches: Top Swiss Movement Replica Watches UK: buyreplica.co.uk.করতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমি চাই সিলেটসহ দেশের সব অঞ্চলে ক্রিকেট অবকাঠামো আরও উন্নত হোক।

তাই ক্রিকেটকে সমৃদ্ধ করতে যে কোনো দায়িত্ব নিতে আমি প্রস্তুত।

এ সময় স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রিকেটপ্রেমীরা বলেন, বিসিবি সভাপতির এ ধরনের পরিদর্শন ও বক্তব্য দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

Author