কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো. তারেক বিন ইসলামকে বড়লেখা উপজেলায় বদলি করা হয়েছে।
সম্প্রতি তাকে বদলি করা হয়েছে বলে জানান, এলজিইডির মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ।
অভিযোগ রয়েছে, প্রতিদিনই সরকারি অফিস কক্ষে বসে নির্দ্বিধায় সিগারেট টানতেন এ কর্মকর্তা। প্রায়ই দেখা যেতো- তার এক হাতে সিগারেট, অন্য হাতে সেবাগ্রহীতাদের ফাইলে সই। সরকারি বিধি অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপান আইনত দণ্ডনীয় অপরাধ হলেও তিনি নিয়মের তোয়াক্কা করতেন না।
সেবাগ্রহীতাদের অভিযোগ, প্রকৌশলীর কক্ষে গেলে সিগারেটের দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়তো। অফিসে যত লোকই থাকুক না কেনো তিনি সবার সামনেই ধূমপান করতেন।
এ বিষয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। তাকে কৈফিয়ত তলব করা হয় এবং সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সরাসরি কুলাউড়া গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।