জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তন আনে। কিন্তু গণঅভ্যুত্থান রাষ্ট্রের কাঠামো বদলায়। সেই কাঠামোগত পরিবর্তন না এলে আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করব।”
শনিবার মালয়েশিয়া সফরকালে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রোববার (২৪ আগস্ট) ওই সভায় নাহিদ ইসলামের বক্তব্য এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
নাহিদ ইসলাম বলেন, “এই গণঅভ্যুত্থান বাংলাদেশের আগের যেকোনো গণআন্দোলনের চেয়ে ভিন্ন। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে, তরুণদের উত্থান ঘটেছে।”
তিনি আরও বলেন, “গত এক বছরে বাংলাদেশ সংস্কারের পথে এগিয়েছে, আবার কোথাও কোথাও বাধাগ্রস্ত হয়েছে। এখন দেশ এক অনিশ্চয়তার জায়গায় দাঁড়িয়েছে—সংস্কার হবে নাকি সংস্কার ছাড়াই নির্বাচন হবে। আমরা খুব স্পষ্ট করে বলেছি, আমরা নতুন সংবিধান চাই, প্রতিষ্ঠানগুলোর সংস্কার চাই।”
Best Breitling Replica Watches – Navitimer, Crosswind, Bentley Fake Breitling Watches
Best Quality Cheap Replica Watches UK For Sale – Rolex Replica Shop
High Quality Best Replica Watches UK Store – Fake Rolex UK