সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনার প্রেক্ষিতে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরেজমিনে পরিদর্শনে গেলে হাসপাতাল ঘুরে দেখা যায়, রোগীদের প্রত্যাশার তুলনায় চিকিৎসা সেবায় নানা ঘাটতি রয়েছে। রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এলাকার প্রায় ৪ Cheap Breitling Replica Watches UK – Copy Breitling Navitimer,Super Ocean,Trans Ocean Series Fake Watches. লক্ষাধিক মানুষের একমাত্র ভরসাস্থল হলেও নানা সমস্যায় জর্জরিত থাকায় তারা পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা পাচ্ছেন না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: মাহবুবুল হক ভূইয়া বলেন, “হাসপাতালটি অবকাঠামোগতভাবে ৫০ শয্যায় উন্নীত হলেও এখনও ৩১ শয্যার সরঞ্জাম দিয়েই চলছে চিকিৎসা কার্যক্রম। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে রোগীদের সেবা দেয়ার, তবে চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণীর অধিকাংশ AAA Grade Rolex Replica Watches Sale:Perfect 1:1 Cheap Fake Rolex Watches. পদ শূন্য থাকায় শতভাগ মানসম্মত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। শূন্য পদ পূরণ করা গেলে সেবার মান অনেক বাড়বে।”
হাসপাতাল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সঙ্গে সাক্ষাৎ করে সমস্যাগুলো অবহিত করা হয়। তিনি শিগগিরই হাসপাতালটি ভিজিট করার আশ্বাস দিয়েছেন।
স্থানীয় সচেতন মহল মনে করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের The Best Place to Find UK Perfect Brand Replica Watches:Top Swiss Movement Replica Watches UK.
মাধ্যমে হাসপাতালটির বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা গেলে কমলগঞ্জের জনগণ উন্নত চিকিৎসা সেবা পাবে।