গতকাল রাত মৌলভীবাজার সদর উপজেলার ০৬নং একাটুনা ইউনিয়নে মল্লিক সরাই (মৈলকারাই) গ্রামে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের এক সদস্যকে আটক করে জনতা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানা যায়, তার নামঃ সুখুর, পিতাঃ শাহজাহান, বাড়িঃ মৌলভীবাজার সদর উপজেলার গুজারাই গ্রামে। সে শিমুলতলা এলাকার রাব্বি নামের একজনের সাথে এসেছে, এবং অবস্থা খারাপ দেখে তার সাথের রাব্বি পালিয়ে গেছে।
পরে ঘটনাস্থলে পুলিশ এসে তাকে মৌলভীবাজার মডেল থানায় নিয়ে যায়।
















