Dhaka ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আমি কিছুই পারি না, প্রতিনিয়ত ভুল করছি: তমা মির্জা

  • বিনোদন ডেস্ক
  • আপডেটের সময়: ০৪:২২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৮৬ নিউজ ভিউ

প্রায় ১৫ বছরের অভিনয় ক্যারিয়ারে দর্শকদের ভালোবাসা এখনও ধরে রেখেছেন চিত্রনায়িকা তমা মির্জা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অভিনয় ও গান নিয়ে অকপট মন্তব্য করেছেন।

আর নিজেকে এখনও শিক্ষানবিশ বলে মনে করেন এই নায়িকা।

অভিনয় নিয়ে তমা মির্জা বলেন, আমি এখনো অভিনয় শিখছি।

আমার মনে হয় আমি কিছুই পারি না, প্রতিনিয়ত ভুল করছি। আরও ভালো করা উচিত।

তো চেষ্টা করছি, দেখা যাক কি হয়।

তমা বলেন, আমি কিন্তু গান শুনতে অনেক পছন্দ করি।

যখনই ফ্রি টাইম পাই, কাজ নেই, তখনই হয় আমি মুভি দেখি না হলে গান শুনি।

গানের শ্রোতা হিসেবে সরস হলেও গানের গলা নিয়ে সন্তুষ্ট নন তমা। তার ভাষ্য, রোমান্টিক গানও ভালো লাগে, স্যাড সংও ভালো লাগে, কাওয়ালিও ভালো লাগে। আমি গান গাইতে পারি না, আমার গানের গলা খুব খারাপ।

তমা মির্জা আরও বলেন, আমার মনে হয় এটা একদমই গড গিফটেড। কারণ এই যে যেমন ওদের গান শুনছি, কি অসাধারণ সুর। আমাকে আল্লাহ ওই জিনিসটা দেননি। আমাকে অভিনয়ের হয়তো একটা দক্ষতা দিয়েছেন, ওইটা দিয়েই আমি চেষ্টা করছি মানুষের মন জয় করার।

Author

ট্যাগ :
জনপ্রিয় খবর
.copy_right_section { display: none; }

আমি কিছুই পারি না, প্রতিনিয়ত ভুল করছি: তমা মির্জা

আপডেটের সময়: ০৪:২২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

প্রায় ১৫ বছরের অভিনয় ক্যারিয়ারে দর্শকদের ভালোবাসা এখনও ধরে রেখেছেন চিত্রনায়িকা তমা মির্জা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অভিনয় ও গান নিয়ে অকপট মন্তব্য করেছেন।

আর নিজেকে এখনও শিক্ষানবিশ বলে মনে করেন এই নায়িকা।

অভিনয় নিয়ে তমা মির্জা বলেন, আমি এখনো অভিনয় শিখছি।

আমার মনে হয় আমি কিছুই পারি না, প্রতিনিয়ত ভুল করছি। আরও ভালো করা উচিত।

তো চেষ্টা করছি, দেখা যাক কি হয়।

তমা বলেন, আমি কিন্তু গান শুনতে অনেক পছন্দ করি।

যখনই ফ্রি টাইম পাই, কাজ নেই, তখনই হয় আমি মুভি দেখি না হলে গান শুনি।

গানের শ্রোতা হিসেবে সরস হলেও গানের গলা নিয়ে সন্তুষ্ট নন তমা। তার ভাষ্য, রোমান্টিক গানও ভালো লাগে, স্যাড সংও ভালো লাগে, কাওয়ালিও ভালো লাগে। আমি গান গাইতে পারি না, আমার গানের গলা খুব খারাপ।

তমা মির্জা আরও বলেন, আমার মনে হয় এটা একদমই গড গিফটেড। কারণ এই যে যেমন ওদের গান শুনছি, কি অসাধারণ সুর। আমাকে আল্লাহ ওই জিনিসটা দেননি। আমাকে অভিনয়ের হয়তো একটা দক্ষতা দিয়েছেন, ওইটা দিয়েই আমি চেষ্টা করছি মানুষের মন জয় করার।

Author